জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন আগে ঠিকঠাক ভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন মাঝেমধ্যে নিজের পায়ে দাঁড়াতেও পারছেন। কিন্তু প্রশ্ন হল ঋষভ পন্থ (Rishabh Pant) কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন। সেটা অবশ্য নিশ্চিত করে বলতে পারছেন না কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের (Kokilaben Dhirubhai Ambani Hospital) ডাক্তাররা। গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার জন্য টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপারের ডান পায়ের লিগামেন্ট মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি জোরাল চোট ছিল তাঁর গোড়ালিতে। তবে শরীরের দুই জায়গার অস্ত্রোপচার সম্পন্ন হলেও, তিনি কবে ফের মাঠে নামতে পারবেন সেটা গ্যারান্টি দিয়ে এখনই বলতে পারছেন না ডাক্তাররা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, 'ঋষভ অস্ত্রোপচারের পর দ্রুত উন্নতি করলেও, পুরো ফিট হতে অনেক সময় লাগবে। কারণ প্রথমে ওয়াকারের সাহায্যে হাঁটতে হবে তাঁকে। এরপর ওকে কোনও অবলম্বন ছাড়া হাঁটতে হবে। সেই পর্ব মিটে যাওয়ার পর চলবে পুরো ফিট হওয়ার জন্য রিহ্যাব। তাই পন্থ কবে থেকে স্বাভাবিক হাঁটা চলা করতে পারবেন, সেটা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।' 


আরও পড়ুন: Rahul Dravid Health Update: বেঙ্গালুরু যাওয়ার বিমানে দ্রাবিড়ের ছবি ভাইরাল, শেষ ম্যাচে সাজঘরে থাকবেন?


আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: ঈশানকে সঙ্গে নিয়ে অনিল কাপুরের মতো বিরাটের উদ্দাম নাচ! ভিডিয়ো ভাইরাল


ক্রীড়া অস্থি বিশেষজ্ঞ দিনেশ পরদিওয়ালার নেতৃত্বে অস্ত্রোপচার হয়েছে পন্থের। এখন তরুণ ক্রিকেটার এখন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ক্রীড়া বিজ্ঞান এবং সুস্থতা বিভাগের প্রধান বৈভব দাগার চিকিৎসাধীন। তিনি বলেছেন, 'এসিএল ক্ষতিগ্রস্ত হলে সাধারণভাবে ছয় থেকে ন’মাস লাগে সুস্থ হতে। তারপর আমরা পরিস্থিতি বিবেচনা করে মাঠে ফেরার অনুমতি দিয়ে থাকি। এমসিএল ক্ষতিগ্রস্ত হলে সুস্থ হতে তিন থেকে চার মাস লাগে। অনেকটাই নির্ভর করে অস্ত্রোপচার কেমন হয়েছে, এর উপর।' 


গত ৩০ ডিসেম্বর রাতে দিল্লি থেকে সড়কপথে রুরকির বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পন্থের গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন পন্থ। স্থানীয় উদ্ধারকারীরা প্রথমে আহত ক্রিকেটারকে রুরকির একটি হাসপাতালে ভর্তি করান। পরে তাঁকে দেহরাদুনের একটি হাসাপাতালে এবং আরও পরে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। 


কোন কোন সিরিজে নেই ঋষভ পন্থ? একনজরে দেখে নিন.....


ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ (৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি, জানুয়ারি ও ফেব্রুয়ারি) 
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচ, ফেব্রুয়ারি-মার্চ) 
২০২৩ সালের আইপিএল (এপ্রিল-মে)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (যদি ভারত কোয়ালিফাই করে, জুন) 
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর (জুলাই) 
এশিয়া কাপ (সেপ্টেম্বর) 
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ (লিগামেন্টের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, অক্টোবর-নভেম্বর) 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)