Rahul Dravid Health Update: বেঙ্গালুরু যাওয়ার বিমানে দ্রাবিড়ের ছবি ভাইরাল, শেষ ম্যাচে সাজঘরে থাকবেন?
বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হয়েছিল দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহোর। শুক্রবার কাকভোরে কলকাতার টিম হোটেল ছাড়েন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বুধবার জন্মদিনের রাতে রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন দ্রাবিড়। সেই শরীর খারাপ নিয়েই তিনি মাঠে দলের সঙ্গে স্টেডিয়ামে এসেছিলেন। তবে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়াও জরুরি। আর সেইজন্য ভোরবেলা বেঙ্গালুরু যাওয়ার বিমান ধরেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। সেই এক ক্রিকেটপ্রেমীর সঙ্গে 'দ্যা ওয়াল'-এর ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এদিকে ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রীলঙ্কাকে (Sri Lanka) ৪ উইকেটে হারিয়ে দেওয়ার সঙ্গে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। তাই এখন প্রশ্ন উঠছে তিনি কি নিয়মরক্ষার ম্যাচে সাজঘরে থাকবেন?
B V Mallikarjuna Rao (@batchumalli) January 13, 2023
আরও পড়ুন: Exclusive Rahul Dravid: শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!
আরও পড়ুন: Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড়
শোনা যাচ্ছে বেঙ্গালুরু ফিরেও ডাক্তারের কাছে চলে গিয়েছেন তিনি। শারীরিক অবস্থা কেমন আছে, এর উপর ভিত্তি করেই দ্রাবিড় তিরুঅনন্তপুরমে উড়ে যেতে পারেন। আসলে তাঁর ফের একবার দলে দেওয়া ডাক্তারের উপর নির্ভর করছে। বুধবার পঞ্চাশতম জন্মদিনের রাতে পার্টির পর, অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। তাঁর রক্তচাপ বেড়ে যায়। ইডেনে দ্বিতীয় ম্যাচের কথা মাথা রেখে তাঁর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করে দলের সঙ্গে যুক্ত থাকা ডাক্তাররা। সিএবি থেকেও টেলমা জাতীয় কিছু ওষুধ ভারতীয় দলে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছিল। যদিও বিসিসিআই (BCCI) দ্রাবিড়ের অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি জারি করেনি।
বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হয়েছিল দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে এসেছিল। জানা গিয়েছে টিম হোটেলেই বৈঠক সেরে নিয়েছিল টিম ইন্ডিয়া। অসুস্থ হলেও দ্রাবিড় দলের সঙ্গেই এসেছিলেন। আগামি ১৫ জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচ। শেষ পর্যন্ত বেঙ্গালুরু গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রাবিড় দলের সঙ্গে যোগ দেন কিনা সেটাই দেখার।