নিজস্ব প্রতিবেদন : প্রথম যুদ্ধে জিতল বোরজা পেরেজের ছোট ছেলে মউরা। মাদ্রিদে সফল অস্ত্রোপচার হল তার। প্রায় ছয়-সাত ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। আপাতত ইনসেনটিভ কেয়ার ইউনিটে রয়েছে মউরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী আট-দশ দিন চিকিত্সকদের কড়া পর্যবেক্ষনে হাসপাতালেই থাকতে হবে মউরাকে। তারপর চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন যে ছোট মউরাকে ফের অপারেশন টেবিলে যেতে হবে কিনা।


বোরজার চার বছরের ছোট ছেলে মিলিয়ে দিয়েছে ময়দানের সব রঙকে। শুধু ইস্টবেঙ্গল সমর্থকরাই নন,দল নির্বিশেষে ছোট্ট মউরার জন্য প্রার্থনায় সামিল হয়েছে মোহনবাগান-এটিকে সমর্থরাও। সৌজন্যের নিদর্শন দেখিয়ে বোরহার ছোট ছেলের আরোগ্য কামনা করে অ্যারোজ ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ব্যানার লাগান সবুজ-মেরুন সমর্থকরা। এটিকে-কেরালা ম্যাচেও যুবভারতী দেখা গিয়েছিল মউরার জন্য ব্যানার। সবার একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক মউরা।


আরও পড়ুন - I LEAGUE 2019-20: শুভ ঘোষের গোলে লুধিয়ানায় হার বাঁচাল মোহনবাগান