I LEAGUE 2019-20: শুভ ঘোষের গোলে লুধিয়ানায় হার বাঁচাল মোহনবাগান
তাও আবার বাগানের পুরনো ঘোড়া ডিপান্ডা ডিকার গোলে এগিয়ে যায় পঞ্জাবের ক্লাব দলটি।
নিজস্ব প্রতিবেদন : ডার্বির আগে শুভর গোলে স্বস্তি বাগানে। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শুভ ঘোষের গোলে মুখরক্ষা হল মোহনবাগানের। ১-১ গোলে ড্র করল মোহনবাগান।
FULL-TIME! @minervapunjabfc could have snatched it in the last minute, but they have to split the points with @Mohun_Bagan
PFC 1-1 MB
https://t.co/HIV6GRk4Il#NFCRKFC ⚔ #HeroILeague #LeagueforAll #IndianFootball pic.twitter.com/gzhgsYgasE
— Hero I-League (@ILeagueOfficial) January 14, 2020
মঙ্গলবার লুধিয়ানায় পঞ্জাব এফসি-র মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচের ২০ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। তাও আবার বাগানের পুরনো ঘোড়া ডিপান্ডা ডিকার গোলে এগিয়ে যায় পঞ্জাবের ক্লাব দলটি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে রঞ্জিত বাজাজের দল।
88' GOOOAAAL! Subha Ghosh makes the most of a defensive mix-up, to level the scores for @Mohun_Bagan
PFC 1-1 MB
ttps://t.co/HIV6GRk4Il#NFCRKFC #HeroILeague #LeagueforAll #IndianFootball pic.twitter.com/WU72HVuFQ0
— Hero I-League (@ILeagueOfficial) January 14, 2020
বিরতির পর গোল শোধের মরিয়া চেষ্টা চালায় মোহনবাগান। পরিবর্ত হিসেবে কোমরন তুরসনভকে নামান বাগান কোচ কিবু ভিকুনা। তবে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভিকুনার মান বাঁচালেন শুভ ঘোষ। ৮৮ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরালেন তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র হয়। ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল মোহনবাগান।
আরও পড়ুন - মরশুমের মাঝপথে কোচ বদল মেসিদের