চরম হতাশায় ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার!
দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: মানসিক অবসাদ! নানা কারণে তা হতে পারে। ক্রিকেটারদের ক্ষেত্রে এমনটা হয় দলে সুযোগ না পেলে, কিংবা দীর্ঘদিন অফ ফর্ম চললে মানসিক একটা অবসাদ চলে আসে। আর কোনও কোনও সময় সেই মানসিক অবসাদ মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। এই প্রবণতা সম্প্রতি দেখা দিয়েছিল রবিন উথাপ্পার মধ্যে। সেটাই তিনি খোলসা করলেন।
দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন রবিন উথাপ্পা। আইপিএল দল রাজস্থান রয়্যালসের সঙ্গে এক সাক্ষাত্কারে অন্ধকার সময়ের কথা তুলে ধরেছেন রবিন উথাপ্পা।
রবিন উথাপ্পা জানিয়েছেন, "২০০৯ সালে কোনও এক কারণে তাঁর জীবনে হতাশা নেমে এসেছিল। দুই বছর তাঁকে সেই দুঃসহ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে। বাইশ গজে তাঁর অফ ফর্ম চলছিল.. সেই সময় বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত প্রতিদিনই যেন আত্মহত্যার চিন্তা চেপে বসত।"
আরও পড়ুন - চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বেকায়দায় যুবরাজ; যুবির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের