অলিম্পিক থেকে সরলেন আরও এক টেনিস তারকা, নাম প্রত্যাহার Federer-র
দিন কয়েক আগে উইম্বলডেনের কোয়াটার ফাইনালে সরাসরি সেটে ফেডারারকে নকআউট করেন হুবার্ট হুরকাজ।
নিজস্ব প্রতিবেদন: টোকিয়ো অলিম্পিকে অংশ নিচ্ছেন না রজার ফেডেরার। হাঁটুর চোটের কারণে এই সিদ্ধান্ত নিলেন সুইস টেনিস তারকা। সুইৎজারল্য়ান্ডের অলিম্পিক স্কোয়াডের অন্যতম সদস্য ফেডেরার। রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, স্ট্যান ওয়ারিঙ্কার মতো টেনিস তারকারা ইতিমধ্যেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছেন। সেই তালিকায় এবার রজার ফেডেরার।
ইনস্টাগ্রামে ফেডেরার লেখেন,'গ্রাস কোর্ট সিজনে দুর্ভাগ্যজনকভাবে পায়ে ব্যথা অস্বস্তি অনুভব করি। তাই অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নেওয়াই শ্রেয়। সুইৎজারল্য়ান্ডের প্রতিনিধিত্ব করে নিজেকে সম্মানিত বোধ করি। সে কারণে আমি প্রচন্ড হতাশ। ইতিমধ্যেই হাঁটুর চিকিৎসা শুরু করে দিয়েছি। আশা করি গ্রীষ্মের শেষে ট্যুরে ফিরতে পারব। সুইস দলকে অলিম্পিকের জন্য অভিনন্দন। প্রতিবারের মতো দূর থেকে দলের জন্য গলা ফাটাব।'
দিন কয়েক আগে উইম্বলডেনের কোয়াটার ফাইনালে সরাসরি সেটে ফেডারারকে নকআউট করেন হুবার্ট হুরকাজ। উইম্বলডনে ভালো ফলের জন্য তার আগে ফরাসি ওপেন খেলেননি ফেডেরার। এবার অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।
আরও পড়ুন- মুখোমুখি কোপা চ্যাম্পিয়ন Argentina ও ইউরো সেরা Italy?