নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং করে শোরগোল ফেলে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেও অবশ্য দলকে শেষ পর্যন্ত জেতাতে পারলেন না তিনি। তবে ঝাড়খণ্ডের ২২ বছরের এই ক্রিকেটার আরসিবির বিরুদ্ধে যা ইনিংস উপহার দিলেন তা ঈর্ষণীয়। ৫৮ বলে ৯৯ রানের ইনিংসে সাজানো ৯টি ছয় ও ২টি চার। একটা সময় ৭৮ রানে ৪ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। সেই জায়গা থেকে পোলার্ড-ইশান জুটিতে ওঠে ১১৯ রান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- IPL 2020: সুপার ওভারে মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল RCB


 


আরসিবি-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে। পোলার্ড আর হার্দিক পান্ডিয়া সুপার ওভারে ব্যাট করতে নামেন মুম্বইয়ের হয়ে। ম্যাচে দুরন্ত ব্যাটিং করেও সুপার ওভারে ডাগ আউটেই থাকতে হয় ইশান কিষানকে। সুপার ওভারে মাত্র ৭ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ফর্মে না থাকলেও কেন হার্দিক পান্ডিয়াকে নামানো হল সুপার ওভারে তা নিয়ে প্রশ্ন ওঠে ক্রিকেটমহলে। ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা জানান, "অতক্ষণ ব্যাটিং করার পর শারীরিকভাবে ইশান কিষান অনেক ক্লান্ত ছিল। ও নিজেই সুপার ওভারে ব্যাট করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেনি। সেই জন্যই জোরে বলে বড় শট নেওয়ার জন্য আমরা হার্দিক পান্ডিয়ার উপর আস্থা রাখি।"


 


আরও পড়ুন- পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ইপিএল চ্যাম্পিয়নরা


 


চোটের জন্য আইপিএলে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি ইশান কিষান। চোটমুক্ত হতেই সোমবার সৌরভ তিওয়ারির বদলে তাকে মাঠে নামায় মুম্বই টিম ম্যানেজমেন্ট। রোহিতদের আস্থা অর্জনে অবশ্য সক্ষম হন ২২ বছরের উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেঞ্চুরি হাতছাড়া এবং একইসাথে দলকে জেতাতে না পারা- এই দুই হতাশাই অবশ্য গ্রাস করেছিল ইশান কিষানের মধ্যে। আউট হয়ে যাওয়ার পর ইশানের চেহারায় সেই হতাশার ছবিই দেখা যায়। তবে মুম্বই ইন্ডিয়ান্স সুপার ওভারে ম্যাচ হারলেও কায়রন পোলার্ড আর ইশান কিষানের লড়াকু ইনিংসকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটমহল