IPL 2020: সুপার ওভারে মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল RCB

নাটকীয়তায় ভরা শেষ ওভার। ২০-২০ ওভার শেষে ম্যাচ টাই।

Updated By: Sep 28, 2020, 11:53 PM IST
IPL 2020: সুপার ওভারে মুম্বইকে হারিয়ে জয়ে ফিরল RCB
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  সুপার ওভারে বিরাট ব্যাটে জয় রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকীয়তায় ভরা শেষ ওভার। ২০-২০ ওভার শেষে ম্যাচ টাই। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বই এক উইকেট হারিয়ে তোলে ৭ রান। সুপার ওভারে দুরন্ত বোলিং করেন নভদীপ সাইনি। আর জশপ্রীত বুমরাহর ওভারে একটা করে বাউন্ডারি মারলেন বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স। এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি। আইপিএলে দ্বিতীয় জয় পেল তারা।

২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ানসের।  মাত্র ৮ রানে ফিরলেন মুম্বই অধিনায়ক  রোহিত শর্মা। রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। ১৪ রান করলেন কুইন্টন ডি'কক। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। ১৫ রান করেন হার্দিক পাণ্ডিয়া। তবে ইশান কিষান একদিক ধরে রানের গতি বাড়াতে থাকেন।  সঙ্গী কায়রণ পোলার্ড। ইশান-পোলার্ডের শতরানের পার্টনারশিপও ম্যাচ জেতাতে পারল না মুম্বইকে। ৫৮ বলে ৯৯ রানের ইনিংস খেললেন ইশান কিষান। আর ২৪ বলে ৬০ রানে অপরাজিত থাকলেন কায়রন পোলার্ড। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলে মুম্বই।  

এদিন টস জিতে প্রথমে বিরাট কোহলির দলকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুরন্ত করেন দুই আরসিবি ওপেনার-  দেবদত্ত পাডিক্কল (৫৪) এবং অ্যারোন ফিঞ্চ (৫২)।  অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে ফের ব্যর্থ।  এদিন করলেন মাত্র ৩ রান। এবি ডিভিলিয়ার্স ২৪ বলে ৫৫ এবং শিবম দুবে ১০ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন এবিডি। ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি হিসেবে এই নজির গড়লেন ডিভিলিয়ার্স। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।  মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন।  

আরও পড়ুন- দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ করতে মরিয়া সৌরভের বোর্ড

.