WATCH | Rohit Sharma: ছলছল করছে রোহিতের চোখ, বুক ভাঙা হৃদয়ে কী বললেন `নিঃস্বার্থ` অধিনায়ক?
Rohit Sharma After World Cup 2023 Final: তীরে এসে তরী ডুবল ভারতের। ফাইনাল হেরে রোহিত শর্মা কিন্তু বলে দিলেন যে, এই দলটির জন্য় তিনি গর্বিত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য়সমাপ্ত বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছিল অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছিল রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। সেমিতেও দুরন্ত পারফরম্য়ান্স ছিল টিম ইন্ডিয়ার। তবে ফাইনালে তীরে এসে তরী ডুবল। অস্ট্রেলিয়ার কাছ কাপ খুইয়ে রোহিত যখন অজি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন, তাঁর চোখ ছলছল করছিল। আসলে রোহিতই হয়ে উঠেছিলেন স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্য়াটিং ও অসাধারণ অধিনায়কত্বের প্রশংসা করেছেন সকলে। রোহিত এদিন পুরস্কারপ্রদান অনুষ্ঠানে এসে, প্রাক্তন কোচ ও কাপযুদ্ধের অন্য়তম সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে কথা বললেন। বুক ভাঙা হৃদয়ে জানালেন যে, এই দলটির জন্য় তিনি গর্বিত। রোহিতের ব্য়াটও কথা বলেছে বিশ্বকাপে। ১১ ইনিংসে তিনি করেছেন ৫৯৭ রান।
রোহিত বলেন, 'রেজাল্ট আমাদের হয়ে কথা বলেনি ঠিকই। কারণ সত্যিই আমরা আজ ভালো খেলতে পারিনি। তবে এই দলটার জন্য় গর্বিত। এমনটা হওয়ার কথা ছিল না। সত্য়ি বলতে আরও ২০-৩০ রান করতে পারলে ভালো হত। যখন কেএল আর বিরাট ব্য়াট করছিল, একটা সময়ে আমি ভেবেছিলাম যে, ২৭০-২৮০ রান হয়ে যাবে। কিন্তু আমরা উইকেট হারাতে থাকলাম। অথচ অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়েও দারুণ যুগলবন্দি করল। ২৪০ রানের পুঁজি নিয়ে দ্রুত উইকেট তুলে নিতে চেয়েছিলাম। তবে কৃতিত্ব অবশ্য়ই ট্র্য়াভিস হেড ও মার্নাস লাবুশেনের। ওরা আমাদের খেলা থেকে পুরোপুরি বার করে দিল। ভেবেছিলাম নৈশালোকে উইকেট আরও ভালো হবে। আমরা জেনেছিলাম যে আলোতে উইকেট ভালো হবে। তবে এটা অজুহাত হতে পারে না হারার। আমরা ভালো ব্য়াট করিনি। ওই দু'জনকে সাধুবাদ দেব, যারা মাঝ পথে আমাদের জন্য় বড় পার্টনারশিপ গড়ে দিল।'
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারল না ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। বদলাল না ইতিহাস। আহমেদাবাদে অধরা 'বদলাপুর'। স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, ফাইনালে ভারত হেরে গেল ছয় উইকেটে। বিশ্বসেরা সেই অস্ট্রেলিয়া। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গেল রবির নরেন্দ্র মোদী স্টেডিয়ামে!
আরও পড়ুন: CWC 2023 Final: ক্যাঙারু কাঁটায় বিদ্ধ ভারতের কাপ স্বপ্ন! আহমেদাবাদে অধরা 'বদলাপুর'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)