জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) হাত ধরে টিম ইন্ডিয়াকে অনেক ম্যাচ জিতেছে। তাঁর নেতৃত্বেই এশিয়া কাপের (Asia Cup 2022) শিরোপা জিততে মরিয়া ভারতীয় দল। এই নিয়ে সবচেয়ে বেশি সাত বার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের (World T20) আগে রোহিতের লক্ষ্য টিম ইন্ডিয়াকে (Team India) চ্যাম্পিয়ন করার পাশাপাশি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে নয়া নজির গড়ার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এশিয়া কাপের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সচিন। প্রতিযোগিতার ২১ ইনিংসে ৯৭১ রান করেছেন সচিন। তাঁর গড়ও ৫০-এর উপরে। ইতিমধ্যেই এশিয়া কাপে দুটি শতরান এবং ৭টি অর্ধ শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। এ দিকে রোহিত শর্মার সংগ্রহ আবার ৮৮৩ রান। আসন্ন এশিয়া কাপে রোহিত আরও ৮৯ রান করলে তিনি শচীনের রেকর্ড ভেঙে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন। আর ১১৭ রান করলে রোহিত হবেন ভারতের প্রথম ব্যাটার যিনি এশিয়া কাপে ১০০০ রান করবেন। 


আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বে জোড়া জয় পেলেই অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে টপকে যাবেন রোহিত। যদিও এই তালিকার শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহি অধিনায়ক হিসেবে সর্বাধিক ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। এছাড়া শাহিদ আফ্রিদি-কেও টপকে যেতে পারেন রোহিত। এশিয়া কাপের আসরে সর্বাধিক ছক্কা মারার তালিকার শীর্ষে আছেন প্রাক্তন পাক অধিনায়ক। 'বুম বুম আফ্রিদি'-কে পিছিয়ে ফেলতে হলে রোহিতকে আরও ছয়টি ছক্কা মারতে হবে। 



আরও পড়ুন: Derby, Durand Cup 2022 : মহারণের টিকিটের জন্য তীব্র আকুতি, উত্তাল গোষ্ঠ পাল সরণী, হল পথ অবরোধ


আরও পড়ুন: Virat Kohli, Asia Cup 2022 : বিশেষভাবে সক্ষম পাকিস্তানি ভক্তের আবদার মেটালেন মহানুভব 'কিং কোহলি'


এশিয়া কাপে এখনও পর্যন্ত ২১টি ছক্কা মেরেছেন রোহিত। তাঁর নেতৃত্বেই ভারত ২০১৮ সালে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। এখনও পর্যন্ত  ২৭ ম্যাচে ৮৮৩ রান করেছেন রোহিত। এর মধ্যে রোহিতের ব্যাট থেকে এসেছে একটি শতরান এবং ৭টি অর্ধ শতরান। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর নামে চারটি শতরান রয়েছে। একই সময়ে, তিনি ভারতের একমাত্র ব্যাটার যাঁর একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক 'হিটম্যান'-ই। 



এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা


সচিন তেন্ডুলকর - ৯৭১


রোহিত শর্মা* - ৮৮৩


বিরাট কোহলি* - ৭৬৬


মহেন্দ্র সিং ধোনি - ৬৯০


শিখর ধাওয়ান - ৬১৩


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)