ICC T20 World Cup 2022, Team India: অস্ট্রেলিয়ায় ঘোরাঘুরিতে মজে রোহিতের টিম ইন্ডিয়া, বিরাট-রাহুলদের উপর চটে লাল নেটনাগরিকরা
ICC T20 World Cup 2022, Team India: রোহিত শর্মা ও তার দলের কাছ থেকে প্রত্যাশা তুঙ্গে। অস্ট্রেলিয়ায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই রাহুল দ্রাবিড় দল নিয়ে সেই দেশে পৌঁছে গিয়েছেন। লক্ষ্য ১৫ বছরের খরা কাটিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৭ সালে পর টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2007) সাফল্য নেই। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2013) জয়ের পর আইসিসি (ICC) ট্রফি নেই টিম ইন্ডিয়ার (Team India) ঝুলিতে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বিরাটবাহিনী। এরপর একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও, এশিয়া কাপেও (Asia Cup 2022) হেরেছিল ভারত। এমন পারফরম্যান্সের পরেও রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) অস্ট্রেলিয়ায় (Australia) ঘোরাঘুরিতে ব্যস্ত। আর তাই 'মেন ইন ব্লু' ব্রিগেডের কাণ্ড দেখে চটে লাল নেটনাগরিকরা
কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পরামর্শে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। পশ্চিম অস্ট্রেলিয়ার পারথে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)-ঋষভ পন্থরা (Rishbah Pant)। দ্রাবিড়ের তত্ত্বাবধানে চলছে কড়া অনুশীলন। দল খেলছে প্রস্তুতি ম্যাচও। এর সঙ্গেই চলছে দেদার আড্ডা, ঘোরাফেরা, খানাপিনা, ফটোশ্যুট। এমনই এক ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে । যেখানে সূর্যুকুমার কুমার যাদব (Surya Kumar Yadav) -যজুবেন্দ্র চাহালদের (Yuzvendra Chahal) স্টাইলিশ লুকে দেখা যাচ্ছে। এতেই সমর্থকদের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য সাম্প্রতিক কালে আইসিসি টুর্নামেন্টে ভারতের যা পারফরম্যান্স তাতে ফটোশ্যুট না করে আরো বেশি করে অনুশীলনে তাদের মনোনিবেশ করা উচিত।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
আনন্দ ফুর্তি করে সামান্যতম ফোকাস অন্য দিকে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ তাদের আশঙ্কা এরকম হালকা মেজাজে থাকলে ম্যাচ পারফরম্যান্সে তার প্রভাব পড়তে পারে। অনেকে কটাক্ষ করে প্রশ্নও তুলছেন যেখানে একের পর এক বড় টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স করছে মেন ইন ব্লু সেখানে এত খোশমেজাজে তারা কি করে থাকতে পারে ?
সমর্থকদের কথা তারা কি একবারও ভাববে না ? ২০১৩ সালে শেষবারের মত আইসিসি টুর্নামেন্টের ট্রফি ভারতে এসেছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতে ভারত। দুবারই অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ১৫ বছরে ৭ টি টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও ভারত সাফল্যের মুখ দেখেনি।
শেষ ৯ বছরে ৫ টি আইসিসি টুর্নামেন্ট ভারত খেললেও, একটিতেও ফাইনালে পৌঁছতে পারেনি। যা নিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছে ভারতীয় দল। গত এক দশকে ঘরের মাঠ হোক কি বিদেশ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফরম্যান্স প্রশংসনীয় হলেও, আইসিসি টুর্নামেন্টগুলিতে একেবারেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ভারত। আর তাই টিম ইন্ডিয়াকে নিয়ে শুরু হল নতুন বিতর্ক।