জুভেন্টাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে মেসি বন্দনায় রোনাল্ডো
জুভেন্টাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে মেসি বন্দনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ সুপারস্টার জানিয়েছেন মেসি তাঁর প্রতিদ্বন্দ্বী নন, বরং সতীর্থ। মেসির খেলা দেখতে তাঁর খুব ভাল লাগে বলে দাবি সিআর সেভেনের। মেসির সঙ্গে তাঁর তুলনা তিনি পছন্দ করেন না। গত নয় বছর ধরে মেসি এবং রোনাল্ডই ব্যালন ডি অর পুরস্কার জিতে চলেছেন। তবে পাঁচবার বর্ষসেরা পুরস্কার জিতে এখনও রোনাল্ডোর থেকে এগিয়ে মেসি। রোনাল্ডো চারবার এই পুরস্কার জিতেছেন। বর্ষসেরা পুরস্কার জয়ের নিরিখে মেসিকে তিনি ছুঁতে চান বলে স্বীকার করে নিয়েছেন রোনাল্ডো।
ওয়েব ডেস্ক: জুভেন্টাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে মেসি বন্দনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ সুপারস্টার জানিয়েছেন মেসি তাঁর প্রতিদ্বন্দ্বী নন, বরং সতীর্থ। মেসির খেলা দেখতে তাঁর খুব ভাল লাগে বলে দাবি সিআর সেভেনের। মেসির সঙ্গে তাঁর তুলনা তিনি পছন্দ করেন না। গত নয় বছর ধরে মেসি এবং রোনাল্ডই ব্যালন ডি অর পুরস্কার জিতে চলেছেন। তবে পাঁচবার বর্ষসেরা পুরস্কার জিতে এখনও রোনাল্ডোর থেকে এগিয়ে মেসি। রোনাল্ডো চারবার এই পুরস্কার জিতেছেন। বর্ষসেরা পুরস্কার জয়ের নিরিখে মেসিকে তিনি ছুঁতে চান বলে স্বীকার করে নিয়েছেন রোনাল্ডো।
আরও পড়ুন কুম্বলে নেটে প্রবেশ করতেই অনুশীলন মাঝপথে থামিয়ে বেরিয়ে গেলেন কোহলি
অন্যদিকে, কার্ডিফে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল। ইউরোপ সেরা হওয়ার লড়াই রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মধ্যে। বিশ্বফুটবলের অন্যতম সেরা ম্যাচের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা রাখছে কার্ডিফের পুলিশ। গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছে ইউরোপ। এই পরিস্থিতিতে শনিবার রাতে কার্ডিফের ফাইনাল ঘিরে বিন্দুমাত্র ঝুকি নিচ্ছে না সেখানকার পুলিশ। স্টেডিয়ামের ছাদ বন্ধ করে ফাইনাল হবে।মাঠে ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না দর্শকরা। প্রায় দুলক্ষ ফুটবল ভক্তরা ওয়েলস শহর ভরাবেন ম্যাচের জন্য। যার জন্য ফাইনাল চলাকালীন দুহাজার পুলিশকে নিয়োগ করা হবে নিরাপত্তার জন্য।
আরও পড়ুন পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের পেসাররা প্র্যাকটিসই করতে পারলেন না