নিজস্ব প্রতিনিধি : চারবার ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলেছেন তিনি। যার মধ্যে দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। সে এক সময় ছিল। দলে একের পর এক মহাতারকা। ব্রাজিল ফুটবলের সেই স্বর্ণযুগ নিয়ে কথা উঠলে এখনও নস্ট্যালজিয়ায় ভোগেন রোনাল্ডো। কিন্তু ব্রাজিল ফুটবল দলের বর্তমান অবস্থা দেখে তিনি হতাশ হয়ে পড়ছেন। রোনাল্ডো অবশ্য বলছেন, ''দলের ব্যালান্স ঠিকঠাকই ছিল। কিন্তু ফরোয়ার্ড পজিশনে নেমার নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি।'' রোনাল্ডোর মতো ব্রাজিলিয়ান কিংবদন্তি যখন বলছেন তখন তো ব্যাপারটা অবশ্যই বিবেচনা করতে হয়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  দল বিশ্বকাপ ফাইনালে, চরম অখুশি ক্রোট স্ট্রাইকার!


রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ভাল কিছু করবে। এমনটাই আশা করেছিল বিশ্ব ফুটবল। নিজেদের দেশে গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে পর্যদুস্ত হওয়ার পর এই ব্রাজিল দলটা ঘুরে দাঁড়াবে বলে আশা করেছিলেন সমর্থকরা। শুরুটা অবশ্য খারাপ হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইানালে বেলজিয়ামের সামনে পড়ে তাল কাটল সাম্বার। রোনাল্ডো বলছিলেন, ''এই দলটার সবচেয়ে বড় তারকা হল নেমার। ফলে ওর কাছ থেকে শুধু আমি কেন, সাধারণ সমর্থকরাও অনেক বেশি কিছু আশা করে ছিল। আরেকটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে পারত ও।'' গোটা টুর্নামেন্টে নেমার নিজে দুটি গোল করেছেন ও দুটি গোল করিয়েছেন। কিন্তু তাতে রোনাল্ডো খুশি নন। বিশ্বকাপের আগে অবশ্য দীর্ঘদিন চোট সমস্যায় ভুগেছিলেন নেমার। একটা সময় তাঁর বিশ্বকাপে খেলা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছিল। রোনাল্ডো বলছিলেন, ''চোটের জন্য ওকে এতটা ম্যাড়ম্যাড়ে লেগেছি কি না জানি না। ওর বয়স কম। তবে ও প্রতিভাবান। দলকে জেতাতে আরও অনেক বেশি দায়িত্ব ওকে নিতে হবে। ওর এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।'' 


আরও পড়ুন-  চিঠি লিখে সতীর্থদের আবেগ জানিয়েছিলেন ইংল্যান্ড কোচ


বিশ্বকাপে অবশ্য সবথেকে বেশি আলোচিত নেমারের প্লে-অ্যাক্টিং। নেমারের এই 'অভিনয়' নিয়ে রোনাল্ডোর বক্তব্য, ''বছর পাঁচেক আগে একবার ওকে এই নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখন ওর উত্তর ছিল, বিপক্ষ ডিফেন্ডাররা যাতে বারবার ওকে কড়া ট্যাকেল না করে তাই জন্য ও ওরকম প্লে-অ্যাক্টিং করে। ওর ধারণা, এই ধরণের প্লে-অ্যাক্টিং করলে ডিফেন্ডারদের মানসিকতায় প্রভাব পড়ে।'' যদিও রোনাল্ডো নিজেও নেমারের এই যুক্তি মেনে নেননি। তিনি নিজেও খেলোয়াড়ি জীবনে অনেক কড়া ট্যাকেল সামলেছেন। রোনাল্ডোর স্পষ্ট বক্তব্য, ''নিজের গতি ও স্কিল দিয়েই ডিফেন্ডারদের ট্যাকেল টপকাতে হয়।''