নিজস্ব প্রতিনিধি : এমন সেলিব্রেশনের পর হলুদ কার্ড দেখতে হয় অবধারিতভাবে। রোনাল্ডো সেটা জানেন। তার পরও ঠিক ওভাবেই গোলের সেলিব্রেশন করেন। সিআরসেভেন বলছেন, 'যতদিন খেলব ততদিন সি সেলিব্রেশন চলবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনবিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের টিম বাসের স্লোগান প্রকাশ করল ফিফা


সব ম্যাচে অবশ্য রোনাল্ডোকে এই সেলিব্রেশন করতে দেখা যায় না। তবে হাইভোল্টেজ ম্যাচে গোল করলে সি সেলব্রেশন করবেনই রোনাল্ডো। জার্সি খুলে শূন্যে ঝাঁপ। তার পর দু'পা ছড়িয়ে দাঁড়ান অনন্য স্টাইলে। রোনাল্ডোর এমন স্টাইলে তাঁর ভক্তকূল মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু শাস্তির কথা জেনেও রোনাল্ডো কেন বারবার জামা খুলে গোলের উদযাপন করেন? পর্তুগিজ তারকা রাখঢাক না রেখেই বলছেন, 'আমার বান্ধবী জর্জিনা বলে, আমি দুনিয়ার সব থেকে আবেদন সৃষ্টিকারী পুরুষ। তাই জামা খুলে সেলিব্রেশন আমাকে মানায়। জর্জিনার এই দাবিকে সমর্থন জানাতেই আমার শি সেলিব্রেশন।'


আরও পড়ুন-  চোট সারিয়ে বিশ্বকাপের আগে চেনা ছন্দে ফিরছেন নেইমার


রোনাল্ডোর দাবি, অনেকেই তাঁর এই সেলিব্রেশনের নাম ঠিক করে উচ্চারণ করতে পারেন না। 'কেউ কেউ বলে সু সেলিব্রেশন। ওটা ভুল।' বলছিলেন রিয়ালের তারকা। তিনি আরও জানিয়ে গেলেন, অদূর ভবিষ্যতে এই সেলিব্রেশন বন্ধ করার কথা তাঁর মাথায় নেই।