বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের টিম বাসের স্লোগান প্রকাশ করল ফিফা

প্রতিটি বাসে একদিকে সেই দেশের ভাষায় লেখা থাকবে স্লোগান, অন্যদিকে ইংরাজিতে লেখা থাকবে স্লোগান।

Updated By: May 25, 2018, 12:44 PM IST
বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের টিম বাসের স্লোগান প্রকাশ করল ফিফা
সৌজন্যে- ফিফা

নিজস্ব প্রতিবেদন :  রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের টিম বাসে কী স্লোগান লেখা থাকবে? টুইটারে ফুটবলপ্রেমীদের ভোটিংয়ের মাধ্যমে প্রতিটি দলের টিম বাসের স্লোগান চূড়ান্ত করে ফেলল ফিফা।

* আয়োজক রাশিয়ার টিম বাসে লেখা থাকবে, 'প্লে উইথ এন ওপেন হার্ট'।

* নেইমারের ব্রাজিলের বাসে পর্তুগিজে যা লেখা থাকবে তার ইংরেজিতে এই রকম- 'মোর দ্যান ফাইভ স্টারস, ২০০ মিলিয়ন হার্টস'।

* লিও নেল মেসিদের বাসের স্লোগান, 'টুগেদার ফর আ ড্রিম'।

* ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বাসে লেখা থাকবে, 'দ্য পাস্ট ইজ গ্লোরি, দ্য প্রেজেন্ট ইজ হিস্ট্রি'

* বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির টিম বাসে থাকছে ইতিহাসের উল্লেখ। লেখা থাকবে, 'লেটস রাইট হিস্ট্রি টুগেদার'।

* ইনিয়েস্তাদের টিম বাসের স্লোগান, 'টুগেদার উই আর ইনভিনসিবেল'।

* ইংল্যান্ডের বাসে লেখা থাকবে 'সেন্ড আস ভিক্টোরিয়াস'।

* পোগবার ফ্রান্সের বাসে ফরাসি ভাষায় যেটা লেখা থাকবে তা ইংরেজিতে - 'ইউর স্ট্রেন্থ, আওয়ার প্যাশন! কাম অন লে ব্লুস'।  

* মোহামেদ সালহাদের বাসে লেখা থাকবে , 'হোয়েন ইউ সে ফারাওস, দ্য ওয়ার্ল্ড মাস্ট গেট আপ অ্যান্ড লিসেন'।

* দক্ষিণ কোরিয়ার টিম বাসে লেখা থাকবে , 'টাইগারস অব এশিয়া, কনকার দ্য ওয়ার্ল্ড'।

আরও পড়ুন- চোট সারিয়ে বিশ্বকাপের আগে চেনা ছন্দে ফিরছেন নেইমার

প্রতিটি বাসে একদিকে সেই দেশের ভাষায় লেখা থাকবে স্লোগান, অন্যদিকে ইংরাজিতে লেখা থাকবে স্লোগান।

.