ওয়েব ডেস্ক: স্ট্যাড দ্য ফ্রান্সে দেখা হল গুরু-শিষ্যের। গুরু অ্যালেক্স ফার্গুসনকে দেখতে পেয়েই জড়িয়ে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ট্রফি জেতার আনন্দের মধ্যেও প্রাক্তন কোচকে ভুললেন না সিআরসেভেন। রোনাল্ডোর খেলা দেখবেন বলে গ্যালারিতে হাজির হয়েছিলেন ম্যান ইউয়ের প্রাক্তন কোচ অ্যালেক্স ফার্গুসন। তবে চোট পেয়ে রোনাল্ডোকে মাঠের বাইরে চলে যেতে দেখে কিছুটা হতাশ হন কিংবদন্তি কোচ। তবে সেই হতাশাই আনন্দে পরিণত হয় প্রিয় ছাত্রের হাতে ইউরোপ সেরার ট্রফি দেখে। গ্যালারিতে সিআরসেভেনের অপেক্ষা করছিলেন অ্যালেক্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রোনাল্ডোর ৭ টা অসাধারণ রেকর্ড


পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেরে রোনাল্ডো সিঁড়ি দিয়ে নামার সময়ই গুরুকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই ফার্গুসনকে জড়িয়ে ধরেন তিনি। কিছুক্ষণের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন দুজনই। ইউরো জেতার জন্য রোনাল্ডোকে অভিনন্দন জানান অ্যালেক্স। তাঁকে পাল্টা কৃতিজ্ঞতা জানাতেও ভুল করেননি ইউরো জয়ী অধিনায়ক।


আরও পড়ুন  ইউরো ফাইনালের পর রোনাল্ডো আর মেসি নিয়ে গ্রিজম্যান কী বলেছেন শুনেছেন!