COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ব্যুরো: কুসংস্কার বলতে পারেন, সংস্কার বলতে পারেন। অথবা বলতে পারেন মানসিক ভ্রম। সম্প্রতি কালো রংয়ের প্রতি অনীহা বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর তার প্রভাব পড়েছে তার বুটের রংয়ে। ঘণিষ্টমহলে রোনাল্ডো বলেছেন কালো রংয়ের বুট পড়ে খেললে তার নাকি গতি কমে যায়। সেই গতি বাড়ানোর জন্য কালো রংটা মুছে দিয়েছেন তিনি। #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বছরের সেরা ৫ ভারতীয় ক্রীড়াবিদ   


 


ফুটবল জীবনের শুরুর দিকে বেশিরভাগ সময় কালো রংয়ের বুট পরেই খেলতেন সিআর সেভেন। তবে এখন ফুটবলের পোস্টার বয়ের বুট থেকে কালো রং অদৃশ্য হয়ে গিয়েছে। সম্প্রতি নতুন যে কটা বুট পড়ে রোনাল্ডো খেলেছেন সেখানে কালো রংয়ের দেখাই নেই। রোনাল্ডোর জন্য তারা বিশেষ ধরণের বুট বানাচ্ছে বলে জানিয়েছে বুট প্রস্তুতকারক সংস্থাও। যেখানে সিআর সেভেনেরক পছন্দের রং মাথায় রাখা হচ্ছে। #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বছরের সবথেকে ফ্লপ পাঁচ ক্রীড়াবিদ