ওয়েব ডেস্ক: আজ রাত আটটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ঘরের মাঠে মুখোমুখি হবে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে চারটেতে জিতে লিগের পয়েন্ট টেবলে রয়েছে তৃতীয়স্থানে। তাদের আগে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। যদিও কলকাতা একটি এবং মুম্বই দুটি ম্যাচ, সানরাইজার্সের থেকে বেশি খেলেছে। উল্টোদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের,  মোটেই ভাল যাচ্ছে না এবারের আইপিএল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন বিরাট কোহলি কত টাকা দামের জল খান?


সাত ম্যাচ খেলে কেবলমাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে বিরাটের দল। আর পয়েন্ট টেবলের একেবারে 'লাস্ট বয়' তারা। আজ তাই বিরাটের দলের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যদিও গত ম্যাচে ইডেনে তাঁরা যেভাবে হেরেছে, প্রায় রাতারাতি সেখান থেকে একেবারে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসাও খুব কঠিন কাজ। শেষ ম্যাচে বিরাটের দল আইপিএলের সর্বনিম্ন ৪৯ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়েছে। ক্যাপ্টেন কোহলি কি পারবেন, তাঁর দলকে একেবারে খারাপ রেকর্ড থেকে উঠিয়ে নিয়ে এসে ভালো রেকর্ডের সামনে দাঁড় করাতে? উত্তর সময়ই দেবে। তবে, বিরাটের দলে যেমন বিধ্বংসী ব্যাটসম্যানদের ছড়াছড়ি, তেমনই ওয়ার্নারের দলে রয়েছেন দুর্দান্ত সব বোলার। বিরাটের দলে বিরাট ছাড়াও রয়েছেন গেইল, এবি ডিভিলিয়ার্স, ওয়াটসন, স্টুয়ার্ট বিনি, কেদার যাদবের মতো মারকুটে ব্যাটসম্যান। যদিও তাঁরা কেউই ফর্মে নেই। অন্যদিকে সানরাইজার্সে কিন্তু ভুবনেশ্বর কুমার, রশিদ আলি, মোজেস এনরিকসরা দুর্দান্ত ফর্মে বল করছেন। ভূবনেশ্বর কুমার তো এই আইপিএলে এখনও পর্যন্ত পার্পল ক্যাপের মালিকও বটে। তাই চিনস্বামীতে আজ মূলত লড়াইটা রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং বনাম সানরাইজার্সের বোলিং বিভাগের। তবে, এতসবের পাশাপাশি, সানরাইজার্সের ব্যাটিংয়েও যে নামগুলো খারাপ নয়। ওয়ার্নার নিজে। শিখর ধাওয়ান এবং যুবরাজ সিং। এঁদের কারও ব্যাট চলা শুরু করলে, রানের ফুলঝুড়ি ছোটাতে পারে হায়দরাবাদও।


আরও পড়ুন  এবারের আইপিএলে প্রথম পঞ্চাশ রান করে ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ টাকা কাটা গেল রোহিতের