নিজস্ব প্রতিবেদন: জিনেদিন জিদান কি তবে রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন! মরসুমটা ভালো যাচ্ছে না, সঙ্গে নাকি ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না। আর এই নিয়ে জল্পনা তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ISL 2020-21:আত্মবিশ্বাসী জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্টের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল


২০১৯ সালে রিয়াল মাদ্রিদে ফিরে আসেন জিদান। তবে তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ বুঝতে পেরেছিলেন, এবার আর আগের মতো নয়। এবার চ্যাম্পিয়ন্স লিগে তুলনামূলক সহজ গ্রুপে থেকেও রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নকআউট পর্বে যোগ্যতা অর্জনের জন্য। বুধবার রাতে গ্রুপ বি-এর ম্যাচে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।


বুধবার ম্যাচ শেষে জিদান বলেন, "আমি মাদ্রিদের অ্যালেক্স ফার্গুসন হতে পারব না। জানিনা কতদিন ক্লাবে আছি। আমি ভাগ্যবান ক্লাবে আসতে পেরে। মাদ্রিদে আমি বহুদিন আছি, আরও কিছুদিন থাকতে চাই।"


এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে ইউরোপ জুড়ে। তবে কি রিয়ালে এটাই শেষ মরসুম জিনেদিন জিদানের? উত্তরটা  একমাত্র দিতে পারবেন ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি।



আরও পড়ুন- প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার পাওলো রোসি