প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার পাওলো রোসি

প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার পাওলো রোসি

Updated By: Dec 10, 2020, 09:51 AM IST
প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার পাওলো রোসি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রোসি। ৬৪ বছর বয়সে মারা গেলেন ইতালির কিংবদন্তী ফুটবলার। ১৯৮২ ফুটবল বিশ্বকাপের নায়কের প্রয়াণে শোকের ছায়া ফুটবলবিশ্বে। মারাদোনা মারা যাওয়ার ১৫ দিনের মধ্যেই চলে গেলেন আরেক কিংবদন্তী ফুটবলার। 

বৃহস্পতিবার সকালেই প্রয়াত হন ইতালির কিংবদন্তী ফুটবলার। তাঁর স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ১৯৮২ বিশ্বকাপে গোল্ডেন বুট আর গোল্ডেন বল জেতেন পাওলো রোসি। বিশ্বের একমাত্র ফুটবলার যিনি একই বিশ্বকাপে গোল্ডেন বল আর গোল্ডেন বুট দুটোই জেতেন। শুধু তাই নয়, নকআউটে প্রত্যেকটা ম্যাচেই গোল করেছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন পাওলো রোসি।  

আরও পড়ুন:  ISL 2020-21:আত্মবিশ্বাসী জামশেদপুরের বিরুদ্ধে পয়েন্টের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল

সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। ফাইনালে জার্মানির বিরুদ্ধেও গোল করেছিলেন পাওলো রোসি। ১৯৮২ সালে গোল্ডেন বল আর গোল্ডেন বুট জেতার পাশাপাশি ব্যালন ডি'অর-ও জিতেছিলেন পাওলো রোসি। 

দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ক্লাব ফুটবলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল পাওলো রোসির। ইতালির জুভেন্তাস আর এসি মিলানের হয়ে দুরন্ত পারফরম্যান্সও রয়েছে তাঁর। দেশের জার্সিতে ৪৮ ম্যাচে ২০টি গোল রয়েছে পাওলো রোসির। ক্লাব ফুটবলে ৩৩৮টি ম্যাচে ১৩৪টি গোল করেছিলেন ইতালির এই কিংবদন্তী ফুটবলার। 
২৫ নভেম্বর ফুটবলবিশ্বকে অবাক করে দিয়ে চলে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। দু সপ্তাহের মধ্যে ফের আরেক নক্ষত্রপতন। ২০২০ কেড়ে নিল ফুটবলবিশ্বের দুই মহান তারকাকে। 

.