নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে নাইজেরিয়ার সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া প্রশাসন। কোনওভাবেই স্টেডিয়ামে মুরগি নিয়ে ঢুকতে পারবেন না সুপার ইগলসদের সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপে আজ আইসল্যান্ডের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা


শনিবারই বিশ্বকাপ যাত্রা শুরু করছে নাইজেরিয়া। গ্রুপ ডি-র প্রথম ম্যাচেই আফ্রিকার দলটির সামনে ক্রোয়েশিয়া। শনিবার কালিনিনগ্রাদ স্টেডিয়ামে প্রিয় দলকে সমর্থন করতে জাতীয় দলের পতাকা, মুখে-শরীরে সাদা-সবুজ রঙ লাগিয়ে ভিড় জমাবেন সুপার ইগলসদের সমর্থকরা। নাইজেরিয় সমর্থকদের সবচেয়ে বড় পরিচিতি মাঠে তাঁরা জ্যান্ত মুরগি নিয়ে দলকে সমর্থন করতে হাজির হন। এতে নাকি শক্তি বাড়ে দলের। কিন্তু এবার তাঁদের প্রিয় প্রাণীটিকে নিয়ে স্টেডিয়ামে 'নো এন্ট্রি'।


আরও পড়ুন- কাতারেও হয়তো মেসি, ইতিবাচক ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার কোচ


কালিনিনগ্রাদের পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী আন্দ্রেই ইয়ারমার্ক জানান, "নাইজেরিয় সমর্থকদের বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে কোনও জীবন্ত পশু-পাখি সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি নেই।"