জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন এলেনা রিবাকিনা (Elena Rybakina)। শনিবার উইম্বলডনের মহিলাদের ফাইনালে (Wimbledon 2022 Women's Finals) রিবাকিনা মুখোমুখি হয়েছিলেন টিউনিশিয়ার ওন্স জাবেউরের। যিনি প্রথম আরবের মহিলা হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন। রিবাকিনা এদিন সেন্টার কোর্টে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-২, ৬-২ ব্যবধানে হারালেন জাবেউরকে। কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস লিখলেন ১৭ নম্বর বাছাই রিবাকিনা। এখানেই শেষ নয়, প্রথম এশিয়ান হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েও ইতিহাস লিখলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




জাবেউর এবং রিবাকিনার দু'জনেই জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলেতে নেমেছিলেন। কারোর কাছেই ছিল না পূর্ব অভিজ্ঞতা। ওপেন-যুগে অল ইংল্যান্ড ক্লাবে মহিলাদের শিরোপা নির্ধারক ম্যাচ খেললেন প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা দুই খেলোয়াড়। এমন ঘটনা আগে দেখেনি উইম্বলডন। কিন্তু হাড্ডাহাড্ডি লড়ই করে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন রিবাকিনা। ফাইনালের মতো ম্যাচে রিবাকিনা এক সেটে পিছিয়েও দারুণ ভাবে লড়াইয়ে ফিরে আসেন। যে কাজ মোটেই সহজ ছিল না। তিন সেটের লড়াইয়ে ৩-৬ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ৬-২, ৬-২ জিতলেন রিবাকিনা। রিবাকিনা মনে করালেন এমিলি মরেসমোকে। ২০০৬ সালে উইম্বলডন ফাইনালে ২-৬ পিছিয়ে থেকেও জাস্টিন হেনিনের বিরুদ্ধে পরের দুই সেট ৬-৩, ৬-৪ জিতে নিয়েছিলেন ফ্রান্সের খেলোয়াড়।


আরও পড়ুন: WATCH | Rafael Nadal: উইম্বলডন কমীর্দের বুকে টেনে নিলেন! মুগ্ধ করলেন অমায়িক নাদাল


আরও পড়ুনNovak Djokovic, Wimbledon 2022: ফের কামব্যাক, নরিকে উড়িয়ে ফাইনালে জোকার, সামনে নিক কিরগিয়স