দেখুন ভিডিয়ো: Jasprit Bumrah হাঁকালেন বিরাট ছক্কা! চমকালেন স্বয়ং Sachin Tendulkar
ব্রিটিশ পেসার স্যাম কারানকে পুল করে বিরাট ছক্কা হাঁকান বুমরাহ!
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৮৩ রানের জবাবে ভারত ২৭৮ রান তুলে ৯৭ রান লিড নিয়েছিল ভারত। কেএল রাহুল (৮৪) ও রবীন্দ্র জাদেজা (৫৬) ছাড়াও ব্যাট হাতে ছাপ রেখেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)! মহম্মদ সিরাজের সঙ্গে জুটি বেঁধে শেষ উইকেটে ৩৩ রান যোগ করেন তিনি। আর বুমরাহের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৪ রান।
আরও পড়ুন: Ravindra Jadeja: ব্রিটিশদের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে Kapil-Kumble দের এলিট ক্লাবে জাড্ডু
বুমরাহের এই ঝোড়ো ইনিংসের মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় ছিল ব্রিটিশ পেসার স্যাম কারানকে পুল করে বিরাট ছক্কা হাঁকানো! যা দেখে নেটিজেনরাই শুধু মোহিত হননি, চমকেছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার টুইটারে লেখেন যে, "বুমরাহ জীবনের সেরা শটটি খেলে নিল!" তৃতীয় দিনের শেষে ভারত ৭০ রানে এগিয়ে ছিল। ররি বার্নস ও ডমিনিক সিবলের ব্যাটে ইংল্যান্ড ২৫ রান যোগ করেছিল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)