নিজস্ব প্রতিবেদন :  ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর আইসিসি দুটি ভিডিয়ো পোস্ট করে জানতে চায় কোনটি সেরা। একটি ২০০৩ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে শোয়েব আখতারকে আপার কাটে ছক্কা মেরেছিলেন সচিন তেন্ডুলকর। ১৬ বছর পর ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের হাসান আলিকে প্রায় একই রকম আপারকাটে ছক্কা হাঁকান রোহিত শর্মা। এই দুটি ভিডিয়ো আইসিসি টুইটারে পোস্ট করেছে পাশাপাশি এবং জানতে চেয়েছে, "২০০৩ সালে সচিন না ২০১৯ সালে রোহিত- কোনটা সেরা?"




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসি-র এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকরই। তিনি টুইটেই আইসিসি-কে জবাব দিয়ে লিখেছেন, "আমরা দুজনেই ভারতীয়। আর এক্ষেত্রে আমরা দুজনেই আমচি মুম্বইয়ের। তাই পরিস্থিতি এরকম- হেড পড়লে আমি জিতব, টেল পড়লে তুমি হারবে।"


আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের রাতে পার্টিতে সানিয়া-শোয়েব সহ পাক ক্রিকেটাররা! দেখুন ভিডিয়ো