জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার একফ্রেমে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে এ বার বাইশ গজের যুদ্ধে নয়। বরং টেনিস কোর্টে (Tennis) দেখা হল বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তির। 'মাস্টার ব্লাস্টার' ও 'ক্যাপ্টেন কুল' আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক বছর আগেই অবসর নিয়ে ফেলেছেন। যদিও ওঁদের প্রতি আবেগ ও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এর প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ফের একবার। দুই তারকার টেনিস রাকেট হাতে ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি ভাইরাল হতে মোটেও সময় লাগেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু দুই জীবন্ত কিংবদন্তির ভক্তদের প্রশ্ন, ক্রিকেটের বদলে টেনিস কোর্টে কি করছেন দুই তারকা? তাঁরা কি কোনও প্রীতি টেনিস ম্যাচ খেললেন? যদিও উত্তরটা না। আসলে টিম ইন্ডিয়ার (Team India)কিংবদন্তি টেনিস কোর্টে নেমে পড়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। দুই মহাতারকাকে একসঙ্গে বিজ্ঞাপনের আবেগের ডেসিবেল বেড়েই চলেছে। টেনিস কোর্টে বিজ্ঞাপনের শুটিংয়ের ফাঁকে আড্ডা দিতে দেখা গেল দুই কিংবদন্তিকে। সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



আরও পড়ুন: Sourav Ganguly, BCCI Elections: বোর্ড নির্বাচনে দাঁড়াচ্ছেন না সৌরভ! সভাপতি পদে '৮৩-র বিশ্বকাপ জয়ী সদস্য!


আরও পড়ুন: Watch, Kuldeep Yadav, IND vs SA: ফেরালেন ২০১৯ বিশ্বকাপের স্মৃতি! চর্চায় কুলদীপের অবিশ্বাস্য ডেলিভারি


ধোনিকে দেখা গিয়েছে একটি হলুদ রঙের টিশার্ট এবং জিন্স পরিহিত অবস্থায়। সচিন পরেছিলেন একটি হাল্কা নীল রঙের টি-শার্ট এবং জিন্স। ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটারের লন টেনিসের প্রতি প্রেম কারুর অজানা নয়‌। উইম্বলডনে মাঝে মাঝে খেলা দেখতে দেখা যায় সচিনকে। কিংবদন্তি রজার ফেডেরার আবার সচিনের খুব ভালো বন্ধুও বটে। সাম্প্রতিককালে ধোনিকেও দেখা গিয়েছে ২০২২ সালের ইউএস ওপেনের ম্যাচ দর্শকাসনে বসে আনন্দ নিতে। ২০১৩ সালে অবসর নেন সচিন। এর ঠিক বছর ছয়েক বাদে ২০১৯ সালে অবসর নেন ধোনি। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)