নিজস্ব প্রতিবেদন :  ইংল্যান্ডে বিরাট কোহলিদের আসল পরীক্ষা টেস্ট সিরিজে। পয়লা অগস্ট থেকে থেকে শুরু হচ্ছে পাঁচ টেস্ট মহারণ৷ ভুবনেশ্বর কুমারের না থাকাটা যেন ভারতের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন সচিন তেন্ডুলকর। তেমনই মাস্টার ব্লাস্টারের মতে, টেস্ট সিরিজে বিরাটের বড় বাজি হতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - টেস্ট সিরিজে ভুবির না থাকাটা ভারতের কাছে ধাক্কা: সচিন


টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব৷ রিস্ট স্পিনারটি টেস্ট সিরিজে জো রুট-সহ ইংল্যান্ড ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে বলে মনে করেন সচিন তেন্ডুলকর। সচিন বলেন," আমি আগেই বলেছি, কুলদীপ পাঁচদিনের ম্যাচের জন্য তৈরি। ওকে খেলাটা চ্যালেঞ্জ হবে৷" ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের একদিনের সিরিজে হারলেও বল হাতে নজর কেড়েছেন কুলদীপ৷ ইংরেজ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন তিনি৷


আরও পড়ুন - বিরাট 'মিথ্যে' বলছে, 'বাউন্সার' অ্যান্ডারসনের!


টেস্টের প্রথম একাদশে কুলদীপের লড়াই মূলত, দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা৷ দুজনেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে রয়েছেন৷ এই স্পিনারদের হাত ধরে ভারত আসন্ন টেস্ট সিরিজে ভারত ভালো ফল করবে বলে আশাবাদী সচিন৷ তিনি বলেন, "আমরা কোন ধরনের পিচে খেলছি, সেটার ওপর নির্ভর করছে৷ তবে এবার ইংল্যান্ডে  দারুণ গরম পড়েছে৷ এটা স্পিনারদের সাহায্য করবে৷ আমি নিশ্চিত, টেস্ট সিরিজে আমরা ভালো ফল করব৷"