নিজস্ব প্রতিবেদন : কেনিয়ার বিরুদ্ধে সেদিন সেঞ্চুরি করেই আকাশের দিকে তাকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। বাবার উদ্দেশে। ১৯৯৯ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের কথা এখনও মনে আছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আপনজন হারানোর কষ্ট সচিন তেন্ডুলকর জানেন। সেবার বিশ্বকাপের মাঝেই বাবার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল সচিন তেন্ডুলকরকে। টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে দেশে ফিরে এসেছিলেন। জিম্বাবায়ের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি। পরে মায়ের অনুরোধে আবার ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে যান। তার পর কেনিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ICC World Cup 2019: বিশ্বকাপে ভাজ্জির বাজি কে, জেনে নিন



বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলি নিজের মেয়েকে হারিয়েছেন। তাঁর দুই বছরের মেয়ে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি। আসিফের মেয়ে নুর ফাতিমা মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন ছিল। গত সোমবার নুর ফাতিমা জীবনযুদ্ধে হেরে যায়। এমন চরম দুঃসময়ে বিশ্ব ক্রিকেটের অনেকেই আসিফের পাশে দাঁড়িয়েছেন। এবার আসিফের পাশে সচিন। পাক ব্যাটসম্যানকে স্বান্তনা দিয়ে তিনি বলেছেন, ''পরিবারের কোনও সদস্যকে হারানোর ঘটনা মানুষকে বিধ্বস্ত করে তোলে। আসিফ, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। স্বজন হারানোর ক্ষতি অপূরণীয়। সামনেই বিশ্বকাপ। এত বড় শোক ওকে প্রচণ্ড যন্ত্রণা দেবে।''


আরও পড়ুন-  মোদি-ঝড়ের প্রভাব! বিশ্বকাপে গেরুয়া জার্সি পরে খেলতে পারেন ধোনি, কোহলিরা


১৯৯৯ বিশ্বকাপের মাঝে পিতৃবিয়োগের ঘটনা ফিরে এল সচিনের মুখে। তিনি বললেন, ''১৯৯৯ বিশ্বকাপের শুরুর দিকে বাবাকে হারিয়েছিলাম। বিশ্বকাপ মাঝপথে রেখেই দেশে ফিরতে হয়েছিল। এরপর আবার মাঠে ফিরেছিলাম। মায়ের কথা শুনে। কিন্তু বাবাকে হারানোর কষ্ট ভুলতে পারিনি। ওই শোক ভুলতে আমার অনেক সময় লেগেছিল। আসিফ আলির জন্য শুভকামনা রইল।''