নিজস্ব প্রতিবেদন: খেলোয়াড় জীবনে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) হেডফোন কানে অনেকবার দেখা গিয়েছে। মুড ভাল রাখার জন্য শুনতেন কিশোর কুমার (Kishore Kumar), হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukhopadhyay) গান। কারণ গান যে তাঁর মনঃসংযোগ বাড়িয়ে দিত। গান যে এখনও মাস্টার ব্লাস্টারের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেই প্রমাণ ফের পাওয়া গেল। এ বার হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি গানে গলা মেলালেন আধুনিক ক্রিকেটের 'ডন'। মাতলেন সুরে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সচিন তাঁর বন্ধুর কিরণ মোরের সঙ্গে পুনে যাচ্ছিলেন। সেই সময় জ্যামে আটকে পড়েন তিনি। গাড়িতে বসে কী করবেন! আচমকা তিনি একটি জনপ্রিয় মারাঠি গানে গলা মেলাতে শুরু করেন। হেমন্ত কুমারের আইকনিক 'মি ডলকারা দরিয়াছ রাজা' গাইলেন সচিন। 



টুইটারে সচিন লিখলেন, 'পুনে যাওয়ার সময় যানজটে আটকে পড়লাম। কী আর করব! এই সুন্দর গানটি শোনার কথা ভাবলাম।' মারাঠি ভাষায় গানটির লিরিকও লিখেছেন সচিন।


মি ডলকারা দরিয়াচা রাজা গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছিলেন পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর। গানের লেখক ছিলেন সলিল চৌধুরী। 


তবে এই গানটির বাংলা সংস্করণও দারুণ জনপ্রিয় হয়েছিল। 'দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইগ্যা'- গানটি বাংলা ও বাংলির কাছে আজও সমান জনপ্রিয়। 


আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: Virat Kohli-র কোন রেকর্ডের তালিকায় নাম লেখাতে চলেছেন 'হিট ম্যান'? জেনে নিন


আরও পড়ুন: বিপক্ষের গালে কষিয়ে চড়, টেনিস কোর্টের ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)