নিজস্ব প্রতিবেদন: মরশুমের প্রথম ট্রফি জয়ের সামনে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার গ্যাংটকে সিকিম গোল্ড কাপের ফাইনালে সাদা-কালো ব্রিগেডের সামনে সিকিম হিমালয়ান এফ সি। পালজোড় স্টেডিয়ামে স্থানীয় এই দলটিকে কখনও হারাতে পারেনি মহমেডান। ফাইনালে তাই ইতিহাস বদলের সুযোগ তীর্থঙ্করদের সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্যাংটকে চব্বিশ ঘণ্টা অন্তর ম্যাচ খেলতে হচ্ছে মহমেডানকে। মেগা ফাইনালের আগে ক্লান্তিকেই তাই ফ্যাক্টর হিসাবে দেখছেন সাদা-কালো টিডি দীপেন্দু বিশ্বাস। মহমেডান টিডি হিসাবে প্রথম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে দীপেন্দু বলছেন তাঁর ছেলেরা তৈরি।




ঘরোয়া লিগের মত সিকিমে ফাইনালে অ্যাটাকিং ফুটবল খেলতে চায় মহমেডান। গ্যাংটকে দুটো ম্যাচেই গোলের প্রচুর সুযোগ নষ্ট হয়েছে। ফাইনালের আগে সেদিকে বাড়তি নজর সাদা-কালো টিম ম্যানেজমেন্টের।


আরও পড়ুন - নিজের আদর্শ সচিনের রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালিকা এখন শাফালি