নিজের আদর্শ সচিনের রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালিকা এখন শাফালি

২০০০ সালে লাহলিতে রণজি ট্রফিতে সচিন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচ দেখতে বাবার সঙ্গে গিয়েছিলেন ছোট্ট শাফালি।

Updated By: Nov 11, 2019, 03:44 PM IST
নিজের আদর্শ সচিনের রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালিকা এখন শাফালি

নিজস্ব প্রতিবেদন : মাত্র ৯ বছর বয়সে গ্যালারিতে বাবার পাশে বসে নিজের আদর্শ সচিন তেন্ডুলকরের হয়ে গলা ফাটিয়েছিলেন। ৬ বছর পর নিজের আদর্শ ক্রিকেটারের রেকর্ডই ভেঙে দিলেন শাফালি ভার্মা। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানের নজির গড়ে ফেললেন শাফালি। ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৩০ বছর আগেকার রেকর্ড।

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৭৩ রান করেন শাফালি ভার্মা। ১৫ বছর ২৮৫ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেন শাফালি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ১৬ বছর ২১৪ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেছিলেন।

২০০০ সালে লাহলিতে রণজি ট্রফিতে সচিন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচ দেখতে বাবার সঙ্গে গিয়েছিলেন ছোট্ট শাফালি। লাহলির স্টেডিয়ামে বসেই মাস্টার ব্লাস্টারের হয়ে সেদিন গলা ফাটিয়েছিল ছোট্ট একটা মেয়ে। তবে রোহতকের এই শাফালিকেই একসময় প্রশিক্ষণ দিতে রাজি হয়নি তার শহরের এক ক্রিকেট অ্যাকাডেমি। মেয়ে হওয়ায়, ছেলেদের ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হতে পারেনি সেদিনের শাফালি। তবে মানসিক জেদ আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই নিজের স্বপ্নপূরণ করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন শাফালি ভার্মা। সেই শাফালিই আজ বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালিকা।

আরও পড়ুন - সচিনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের শাফালি ভার্মা

 

.