নিজস্ব প্রতিবেদন: ফরাসি ওপেন থেকে (French Open) বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)।  রোলাঁ গারোয় মিক্সড ডাবলস থেকে আগেই বিদায় নিয়েছিলেন সানিয়া, এবার বিদায় নিলেন মহিলাদের ডাবলস ইভেন্ট থেকেও। খুব সম্ভবত শেষবারের মতো এই টুর্নামেন্ট খেললেন সানিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের ফরাসি ওপেনে লুসি রাদেকাকে (Lucie Hradecka) নিয়ে খেলছিলেন সানিয়া। প্রথম দুই রাউন্ড জিতে উঠে এসেছিলেন তৃতীয় রাউন্ডে। কিন্তু সেখানেই তাঁদের হারতে হয়েছে কোকো গফ ও জেসিকা পেগুলা জুটির কাছে (Coco Gauff ও Jessica Pegula)।  ৪-৬, ৩-৬ সেটে হারতে হয়েছে তাঁদের। তৃতীয় রাউন্ডের ম্যাচ আগ্রাসী ভঙ্গিতেই শুরু করেছিলেন সানিয়া-রাদেকা জুটি। কিন্তু প্রথম সেটেই পিছিয়ে পড়েন তাঁরা। দ্বিতীয় সেটে প্রায় দাঁড়াতেই পারেননি সানিয়ারা।


কিছুদিন আগেই ভারতীয় টেনিসের গ্ল্যামগার্ল সানিয়া জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ওপেনের পর তিনি অবসর নিতে পারেন। সেক্ষেত্রে বলাই যায় এটাই ছিল তাঁর শেষ ফরাসি ওপেন। বেশ কিছুদিন যাবৎ চোট আঘাতে খুবই ভুগেছেন সানিয়া। সেরা ফর্মের ধারেকাছেও দেখা যাচ্ছিল না তাঁকে। অলিম্পিকেও ছন্দে একেবারেই ছন্দে ছিলেন না তিনি।


আরও পড়ুন: French Open 2022: 'লাল সুরকির রাজা'-র Djoker-বধ, ২২-র পথে আরও এক পা Nadal-র


আরও পড়ুন: Giorgio Chiellini: মেসির বিরুদ্ধে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ! ভেবেই খুশি কিয়েলিনি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)