জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে যে, শুভমন গিলের (Shubman Gill) কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)! যে ছবি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সোশ্য়াল মিডিয়ায়। সচিন (Sachin Tendulkar) কন্যার সঙ্গেই শুভমন ডেট করছেন বলে মনে করেন দেশের বহু মানুষ। তবে একমাত্র তাঁরাই জানেন যে, তাঁদের কী সম্পর্ক বা আদৌ কোনও সম্পর্ক আছে কিনা! সারা-শুভমনকে একসঙ্গে এই প্রথম এভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে, অনেকেই বিশ্বাস করে নিয়েছিলেন যে, এবার তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ল। পরে জানা যায় যে, এই ছবিটিও 'ডিপ ফেক'! অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) মুখের জায়গায় শুভমনের মুখ বসিয়ে ফটোশপের কেরামতি করা হয়েছে। পরে তা বাজারজাত করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 2027 ODI World Cup: তেইশ এখন অতীত, সাতাশের সলতে পাকানো শুরু, আগামীর খবর এখনই



সোশ্য়াল হ্য়ান্ডেল এক্স-এ (সাবেক ট্যুইটার) সারা তেন্ডুলকর নামে, একাধিক ফেক এবং ভেরিফায়েড অ্য়াকাউন্ট আছে। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে, এই অ্য়াকাউন্ট আদৌ সারার নয়। ঘটনাচক্রে সারার এক্সে কোনও অ্য়াকাউন্টই নেই। তিনি প্রবল ভাবে ইনস্টাগ্রামে বিচরণ করেন। সারা এবার 'ডিপ ফেক' ও শুভমন ইস্য়ুতে মুখ খুললেন। ইনস্টায় বিবৃতি দিয়ে লেখেন, 'সোশ্য়াল মিডিয়া অসাধারণ একটা জায়গা। যেখানে আমরা আনন্দ-দুঃখ এবং প্রতিদিনের কার্য়কলাপ সকলের সঙ্গে ভাগ করে নিই। যাই হোক, প্রযুক্তির অপব্য়বহার দেখতে বিরক্তিকর লাগে। ইন্টারনেটের দুনিয়ায় যা দেখানো হয়, তা সত্যতা এবং বিশ্বাসযোগ্য়তা থেকে বহু দূরে। আমি আমার বেশ কিছু ডিপ ফেক ছবি দেখেছি, যা বাস্তব থেকে বহু দূরে। আমার ছদ্মবেশে এক্সে বেশ কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য়। আমার এক্সে কোনও অ্য়াকাউন্ট নেই। আশা করি এক্স ব্য়াপারটি খতিয়ে দেখবে এবং সেই অ্য়াকাউন্টগুলিকে সাসপেন্ড করবে। বিনোদন কখনই সত্যের মূল্য দিয়ে হওয়া উচিত নয়। আসুন আমরা বিশ্বাস এবং বাস্তবতার উপর ভিত্তি করে যোগাযোগকে উৎসাহিত করি'। 


মাত্র ২৬ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় আগুনে পারফরম্যান্স সারার। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতককে ইনস্টাগ্রামে ফলো করেন ৬ মিলিয়ন মানুষ। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু করেন। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল কিছু বছর আগে। সারা খবরের শিরোনামে থাকেন কখনও দারুণ ফটোশুট করে তো কখনও ঘুরতে গিয়ে রঙিন দিনযাপনের ছবি দিয়ে।


আরও পড়ুন: WATCH: অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ককে চুপিচুপি বিয়ে করলেন 'মিস কলকাতা'


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)