নিজস্ব প্রতিবেদন: ৩ উইকেটে ২৭২ রানে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই মাত্র ৩২৭ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। একটানা বৃষ্টির জন্য সেঞ্চুরিয়ান পার্কের দ্বিতীয় দিন খেলা হয়নি। তবে তৃতীয় দিন মাঠে নামতেই রুদ্রমূর্তি ধারণ করলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) । তাঁর জোরে বোলিংয়ের দাপটে মাত্র ৪৯ রানে ৭ উইকেট হারাল টিম ইন্ডিয়া (Team India)। ৭১ রানে ৬ উইকেট নিলেন এই জোরে বোলার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য খেলাই হয়নি। তৃতীয় দিনের খেলা শুরু হতেই মাত্র ১ রান যোগ করে ফিরে যান এই ওপেনার। ২৬০ বলে করলেন ১২৩ রান। মারলেন ১৭টি চার ও ১টি ছয়। রাহুলকে ফিরিয়ে এ দিন ভারতকে প্রথম ধাক্কা দেন কাগিসো রাবাদা। অজিঙ্কা রাহানেকে আউট করেন এনগিডি। তিনি ৪৮ রানে আউট হন। এরপর ভারতের মিডল অর্ডার এনগিডির আগুনে বোলিংয়ের সামনে উড়ে গেল টিম ইন্ডিয়া। 
বাকিরা এলেন আর গেলেন। ঋষভ পন্থ, অশ্বিন, শার্দূল, মহম্মদ শামি, সিরাজ কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। 



আরও পড়ুন: Sourav Ganguly Covid-19 Positive : করোনা আক্রান্ত হলেও সুস্থ মহারাজ, রয়েছেন নিভৃতবাসে


আরও পড়ুন: ISL 2021: SC East Bengal ছাড়লেন Jose Manuel Diaz, নতুন কোচ কে?



তবে বিরাট কোহলির বোলাররাও কম যান না। লাঞ্চের বিরতির সময় ২১ রানে ১ উইকেট তুলেছে প্রোটিয়াসরা। ইনিংসের প্রথম ওভারে বিপক্ষের অধিনায়ক ডিন এলগারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। এইডেন মার্করাম ৯ ও কিগান পিটারসন ১১ রানে ক্রিজে রয়েছেন। ভারত এখনও ৩০৬ রানে এগিয়ে রয়েছে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App