SAvsIND: বেল বাজিয়ে সেঞ্চুরিয়ানে বিশেষ সম্মান পেলেন Rahul Dravid
সেঞ্চুরিয়ানে জয়ের খোঁজে ভারতীয় দল।
নিজস্ব প্রতিবেদন: চলতি বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন বিশেষ সম্মান পেলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এ দিনের খেলা শুরু হওয়ার আগে সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ান স্টেডিয়ামের বেল বাজালেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। সেই ছবি বিসিসিআই-এর টুইটারে পোস্ট করা হয়েছে।
ক্রিকেট স্টেডিয়ামে বেল বাজানোর রীতি ঐতিহ্যবাহী লর্ডস থেকে শুরু হয়েছিল। পরবর্তী সময় ইডেন গার্ডেন্সেও বেল বাজানোর রীতি শুরু হয়েছে। এ বার সেই তালিকায় নাম লেখালো দক্ষিণ আফ্রিকার এই স্টেডিয়াম। বিসিসিআই-এর তরফ থেকে সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানের রীতি মেনে ভারতে হেড কোচ রাহুল দ্রাবিড় বেল বাজালেন।'।
এ দিকে মহম্মদ শামির (৪৪/৫) দাপটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯৭ রানে শেষ হয়ে যায়। এরপর তৃতীয় দিনের শেষে ভারত ১ উইকেটে ১৬ রান তুলেছিল। ফলে ১৪৬ রানে এগিয়ে ছিল ভারতীয় দল। তবে চতুর্থ দিন লাঞ্চের আগে আরও দুই উইকেট হারিয়েছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। আপাতত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৯ রান তুলেছে দল। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ফলে ভারত এখনও পর্যন্ত ২০৯ রানে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: SAvsIND: ছবিতে দেখুন, টেস্টে Mohammed Shami-র সেরা পারফরম্যান্স
আরও পড়ুন: SAvsIND: ২০০ টেস্ট উইকেট নিয়ে নজির গড়লেন Mohammed Shami, মজা করলেন Ravi Shastri
এ দিন শুরুতেই নাইট ওয়াচম্যান শার্দূল ঠাকুরকে আউট করেন কাগিসো রাবাদা। বিপক্ষের অধিনায়ক ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে লুঙ্গি এনগিডির বলে সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসে ১২৩ রান করা কেএল রাহুল (KL Rahul)।
বক্সিং ডে টেস্টে বেশ ভাল জায়গায় রয়েছে ভারতীয় দল। তবে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে কোহলি ও পূজারাকে বড় রান করতেই হবে। তাই ফর্ম হারানো দুই সিনিয়র ব্যাটারের দিকে তাকিয়ে রয়েছেন দ্রাবিড়।