SAvsIND: ছবিতে দেখুন, টেস্টে Mohammed Shami-র সেরা পারফরম্যান্স
লাল বল হাতে বাইশ গজের যুদ্ধে মহম্মদ শামির হুঙ্কার।
সব্যসাচী বাগচী: শুধু গনগনে পেসে বিপক্ষকে বিদ্ধ করা নয়, টেস্ট ক্রিকেটে ওঁর সাফল্যের সবেচেয়ে বড় কারণ হল লাল বলের 'সিম পজিশন'একেবারে সোজা রাখা। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে 'আপরাইট সিম পজিশন'। অর্থাৎ হাত থেকে ডেলিভারি বেরনোর সময় থেকে পিচে পরে ব্যাটারের কাছে যাওয়া পর্যন্ত ওঁর 'সিম পজিশন' একেবারে সোজা থাকে। এর সঙ্গে মিশিয়ে দেন আগুনে পেস ও নিয়ন্ত্রিত সুইং। বল পুরনো হয়ে গেলে তো তিনি আরও ভয়ঙ্কর। কারণ 'সহেসপুর এক্সপ্রেস' যে রিভার্স সুইং করাতে ওস্তাদ।
কোকাবুরা, ডিউক কিংবা এসজি বল ওঁর হাতে যেন বশ মানে। তাই তো ভারতের পাটা উইকেট থেকে শুরু করে বিদেশের ঘাসে ভরা উইকেটেও তিনি সাফল্য পাচ্ছেন। পারিবারিক ও ফিটনেস সমস্যাকে 'বাপী বাড়ি যা' বলে মহম্মদ শামি এগিয়ে চলেছেন। দেখতে দেখতে ৫৫টি টেস্টে ২০০ উইকেটের মালিক হয়ে গেলেন বাংলার এই জোরে বোলার। ওঁর টেস্ট কেরিয়ারের সেরা ছয় পারফরম্যান্সের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।