নিজস্ব প্রতিবেদন:  শুক্রবার তিলক ময়দানে এক বনাম দশের লড়াই। মুখোমুখি লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। কঠিন চ্যালেঞ্জ রবি ফাউলারের দলের সামনে। আইএসএলে টানা সাত ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে হার দিয়ে লিগ শুরু করে শেষ দশটি ম্যাচে হারেনি মুম্বই সিটি এফসি। মুম্বইকে থামিয়ে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আইএসএলের প্রথম লেগে মুম্বই সিটি এফসি-র কাছে তিন গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় লেগে তাই বদলার ম্যাচ লাল-হলুদের। শুরুর দিকে সেভাবে নিজেদের গুছিয়ে নিতে না পারলেও লাল-হলুদের রক্ষণ থেকে আক্রমণ এখন অনেক সংঘবদ্ধ। শুক্রবার তাই স্টেইনম্যান, পিলকিংটন, মাঘোমা, ব্রাইটদের সামনে বিরাট চ্যালেঞ্জ নিজেদের প্রমান করার।  


আরও পড়ুন - দেশে ফিরেই ফুল নিয়ে বাবার কাছে Mohammed Siraj


লিগ টেবিলের দশ নম্বর দল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মুম্বই সিটি এফসি-র কোচ সের্জিও লোবেরা। ম্যাচের আগের দিন তিনি বলেন, আগের ম্যাচে কী ফল হয়েছিল সেটা মাথায় রাখলে চলবে না। এখন ওরা একেবারে আলাদা দল। আইএসএলের ইতিহাসে এফসি গোয়ার টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার নজির রয়েছে সের্জিও লোবেরার কোচিংয়ে। মুম্বই সিটি এফসি-কে নিয়ে সেই নজির ভাঙার দিকেই এগোচ্ছেন লোবেরা।  


আরও পড়ুন - শুক্রবার Angioplasty হবে সৌরভ গাঙ্গুলির দাদা Snehasish-এর