নিজস্ব প্রতিনিধি : কথা হচ্ছিল নেমারের সঙ্গে পেলের তুলনা নিয়ে। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের আগে। ব্রাজিলের প্রাক্তন কোচ লুই ফিলিপ স্কোলারি তখনই আপত্তি জানিয়েছিলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ''পেলে একজনই। তার মতো হওয়া আর কারও পক্ষে সম্ভব নয়। অকারণে নেমারকে পেলের সঙ্গে তুলনা করার কোনও মানে হয় না। নেমার ভবিষ্যতে অসাধারণ ফুটবলার হতে পারে। কিন্তু কখনওই পেলে হতে পারবে না।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  গ্রিসে রোনাল্ডো, ছুটিতে আর্জেন্টাইন তারকাও


মাত্র ১৭ বছর বয়সে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ২৬ বছর বয়সী নেমারের আপাতত বিশ্বকাপ থেকে প্রাপ্তি শুধুই হতাশা। ব্রাজিল বিশ্বকাপে চোট পেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিটকে গিয়েছিলেন নেমার। তার পরই জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল। স্কোলারি তখন ব্রাজিল দলের দায়িত্বে। তার পর চার বছর কেটে গিয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন কোচ তিতে। ব্রাজিলের এই দলটাকে তাঁর কেমন লেগেছে? স্কোলারি উত্তরে বললেন, ''একটা দলকে তৈরি হতে সময় দিতে হয়। এই দলে কমবয়সী ফুটবলারের সংখ্যা বেশি। সেটাই ওদের অ্যাডভান্টেজ। তবে অভিজ্ঞতার অভাব রয়েছে।''


আরও পড়ুন-  এখনও মেসি-রোনাল্ডোই হ্যারি কেনের অনুপ্রেরণা !


রাশিয়া বিশ্বকাপে মনে দাগ কাটার মতো পারফরম্যান্স দিতে পারলেন না নেমার। অনেকে আবার নেমারের থেকে কুটিনহোকে ব্রাজিলের ভরসাযোগ্য ফুটবলার বলতে শুরু করেছিলেন। স্কোলারি বলছেন, ''গত এক-দু বছরে নেমারের উন্নতি থমকে গিয়েছে। বার্সেলোনায় থাকাকালীন ওর প্রতিভার বিকাশ হয়েছিল। স্কিল ও টেকনিকের দিক থেকে ওর উন্নতি হচ্ছিল ধীরে ধীরে। কিন্তু আচমকা বারসা ছেড়ে দেওয়ায় নেমারের কেরিয়ারের ক্ষতিই হল। বারসায় বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। নেমার তাদের সঙ্গে আরও কয়েকটা দিন খেলতে পারত।''