Red Card For Israel: দেশকে `লাল কার্ড` দেখিয়ে গোলপোস্টে শিকল-তালায় নিজেকে বাঁধলেন কে?
Red Card For Israel: ফুটবল মাঠ দেখল অভিনব প্রতিবাদ, যা আগে কখনও দেখেনি কেউ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল মাঠ আর কী কী দেখবে! তা কেউ জানে না। স্কটল্য়ান্ডের গ্লাসগোতে অবস্থিত হ্য়াম্পডেন পার্ক যা দেখল, তা এর আগে ফুটবলবিশ্ব কখনও দেখেনি। মহিলাদের ইউরো চ্য়াম্পিয়নশিপের কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল স্কটল্য়ান্ড ও ইজরায়েল (Scotland vs Israel)। ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট দেরিতে শুরু হওয়ার একাধিক কারণ ছিল। মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদের ঝড় উঠেছিল। তবে মাঠের মধ্যে যে প্রতিবাদের ঘটনাটি ঘটে, তা অভাবনীয় বললেও কম!
আরও পড়ুন: আচমকাই চরম পরিস্থিতি! মহাযুদ্ধে ক্লান্ত ঋতিকার হার, অবশেষে রোহিতের স্ত্রী...
তাহলে শুনুন, ঠিক কী ঘটেছে। ইজরায়েল-প্য়ালেস্তাইনের যুদ্ধ থামছেই না। কী চলছে ঠিক? প্যালেস্তাইন দেখেই চলেছে ইজরায়েলি আগ্রাসন। যুদ্ববিধ্বস্ত গাজা ছেড়ে সকলে নিরাপদে আশ্রয় নিয়েছিলেন রাফা শহরে। ইজরায়েল সেখানেও হামলা চালিয়েছ তাও আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করেই। ইজরায়েলের বাহিনী এক শরণার্থী শিবিরে ঢুকে আক্রমণ চালিয়েছিল। যার পরিণামে ২৩ শিশু, নারী, বৃদ্ধ-সহ কমপক্ষে ৪৫ জনের প্রাণ যায়। আহত হয় ২০০-রও বেশি। যা মেনে নিতে পারছে না কেউই।
ইজরায়েলের এহেন বর্বরতার প্রতিবাদ জানাতে, স্কটল্য়ান্ড ও ইজরায়েল ম্য়াচের আগেই এক প্রতিবাদকারী মাঠে ঢুকে পড়েন। তাঁর পরনে ছিল কালো রঙের টি-শার্ট। বুকে মোটা হরফে লেখা ছিল Red Card For Israel। গোটা দেশকে লাল কার্ড দেখিয়েই থামেননি সেই প্রতিবাদী যুবক। তিনি তালা ও সাইকেলের চেইন দিয়ে গোলপোস্টের সঙ্গে নিজেকে বেঁধে প্রতিবাদন জানান। এরপর মাঠের নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে মুক্ত করে মাঠের বাইরে বার করে আনেন।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান দরজার সামনে ছোট ছোট কফিন ও প্য়ালেস্তাইনের পতাকা হাতে প্রায় ৪০০ প্রতিবাদকারী জমায়েত হয়েছিলেন। সব দিক খতিয়ে দেখেই ম্য়াচটি দর্শকহীন আয়োজন করা হয়েছিল। দর্শকদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হয় এরপর। ম্য়াচে ৪-১ গোলে দুরন্ত জয় পেয়েছে স্কটল্যান্ড। আগামী ৪ জুন হাঙ্গেরিতে দুই দলের ফিরতি ম্যাচও ক্লোজড ডোর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: 'প্রিন্স' পেয়েছেন প্রিন্সেসকে, এই শীতেই শুভ পরিণয়! আপনার সাজেশনে নেই এই সুন্দরী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)