নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর থেকে ভারত ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর চটেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে দরবার করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সাফল্য হাতে আসেনি। দু'দেশের মধ্যে উত্তেজনার পরিবেশে পাক বোলার মহম্মদ হাসনেনকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিয়ম করেন শাহরুখ খান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিবাঙ্গো নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান। আর ওই দলেই খেলছেন পাকিস্তানি ক্রিকেটার। প্রথম ম্যাচেই শাহরুখে দল হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টকে। আর ম্যাচে ভালো বল করেছেন পাকিস্তানি বোলার। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখও। ম্যাচের শেষে ড্রেসিংরুমে ঢুকে দলের ক্রিকেটারদের অভিনন্দন জানান এসআরকে। তখনই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে কোলাকুলি করেন কিং খান। 



এদিন ট্রিবাঙ্গো নাইট রাইডার্সের হয়ে অধিনায়ক কায়রন পোলার্ড করেছেন ৪৭ রান। নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জেসম নীশামের যোগ করেছেন ৩৩।


বলে রাখি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর দলের নাম ট্রিবাঙ্গো নাইট রাইডার্স। দক্ষিণ আফ্রিকার টিটোয়েন্টি লিগের কেপটাউন নাইট রাইডার্সেরও অন্যতম মালিক কিং খান।


আরও পড়ুন- ঐতিহাসিক অবতরণের জন্য আমরা তৈরি, ভারতের 'বিক্রম' ঘোষণা ইসরোর