ঐতিহাসিক অবতরণের জন্য আমরা তৈরি, ভারতের 'বিক্রম' ঘোষণা ইসরোর
আর কিছুক্ষণ পর চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে চলেছে ল্যান্ডার বিক্রম।
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণ পরই ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় শুধু ভারতবাসীই নন, বরং গোটা বিশ্ব আজ তাকিয়ে ইসরোর দিকে। মাহেন্দ্রক্ষণের আগে ইসরো টুইট করল, ঐতিহাসিক ঘটনার আগে আমরা তৈরি।
চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে চলেছে ল্যান্ডার বিক্রম। ঐতিহাসিক মুহূর্তের আগে ইসরো টুইট করে জানাল, 'হাতে ৪ ঘণ্টারও কম সময়। ঐতিহাসিক অবতরণের জন্য আমরা তৈরি।'
#ISRO
Less than four hours to go, we are ready for the historic event of landing of #Chandrayaan2 #VikramLander.
Stay tuned for updates..
— ISRO (@isro) September 6, 2019
ইসরো সেন্টারে বসে চন্দ্রাভিযান দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুতে।
Karnataka: Prime Minister Narendra Modi arrives at Bengaluru Airport; received by CM BS Yeddiyurappa. He will reach ISRO centre in Bengaluru tonight ahead of landing of #Chandrayaan2 on the moon. pic.twitter.com/Bc9RngfjPl
— ANI (@ANI) September 6, 2019
চতুর্থ দেশ হিসাবে চাঁদে পা রাখতে চলেছে ভারত। আর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে ল্যান্ডার বিক্রম। ভারতের, দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পূর্ণ হলে, খুলে যাবে মহাকাশ-গবেষণার নতুন দিগন্ত। চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চন্দ্রযান ১ চাঁদে জলের অস্তিত্ব সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়। চন্দ্রযান ২-এর লক্ষ্য চাঁদে অবতরণ, ফলে এবারের মিশন অনেক বেশি কঠিন। বলে রাখি, ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে ইসরো। সেই গগনযানের প্রস্তুতি হিসাবে এই দ্বিতীয় চন্দ্রাভিযান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ৭ সেপ্টেম্বর যখন চাঁদের দক্ষিণ মেরুতে নামবে রোভার প্রজ্ঞান তখন সেখানে সবে সূর্যোদয় হচ্ছে। পৃথিবী হিসাবে ১৪ দিন ধরে দিনের আলোয় কাজ করবে সৌরশক্তিচালিত প্রজ্ঞান। এর আগে চাঁদের নিরক্ষীয় অঞ্চলেই সবাই নেমেছে। ভারতই প্রথম ছোঁবে দক্ষিণ মেরু। ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। প্রথমবার এমন কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ইসরো। শেষ ১৫ মিনিট হবে ভয়ঙ্কর মুহূর্ত।
আরও পড়ুন- মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল, বিধানসভায় বললেন মমতা