জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা মিডিয়ার দৌলতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders ) ফ্য়ানরা আগেই জেনে গিয়েছিলেন যে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আইপিএলে (IPL 2024), তাঁদের প্রথম ম্যাচ একেবারে জমে যেতে চলেছে (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। কারণ একটাই গ্য়ালারিতে নিজের বক্সে বিরাজমান থাকবেন শাহরুখ 'কিং' খান (Shah Rukh Khan)। গত শনিবার কিছু ঘণ্টার জন্য় ইডেন মাতিয়ে দিয়েছিলেন শাহরুখ। তিনি আসবেন আর হৃদয় জয় করবেন, এটাই দস্তুর। সাধে কী আর তিনি বিনোদনের বাদশা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ইডেনে বাদশার সামনে 'ড্রে রাস' শো, শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে শুভারম্ভ কলকাতা



আন্দ্র রাসেলের ঝড়ে, সপ্তদশ আইপিএলে দারুণ শুরু করেছে শ্রেয়স আইয়ারের বেগুনিবাহিনী। সানরাইজার্স হায়দরাবাদকে শেষ ওভারে চার রানে হারিয়ে রুদ্ধশ্বাস ম্য়াচে বাজিমাত করেছিল কেকেআর। খেলা শেষেই শাহরুখ চলে গিয়েছিলেন মাঠে। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যেমন তিনি উষ্ণতায় ভরিয়ে দিয়েছিলেন, তেমনই আবার মাঠের কর্মীদের সঙ্গে গ্রুপ ফোটো তুলে তাঁদের মন ভালো করে দিয়েছিলেন। 


মাঠের পাট চুকিয়ে শাহরুখ তাঁর ম্য়ানেজার পূজা দদলানিকে নিয়ে চলে গিয়েছিলেন নাইটদের সাজঘরে। আর সেই সময় টিম কেকেআরকে দারুণ পেপটক দিচ্ছিলেন দলের সহকারি কোচ অভিষেক নায়ার। শাহরুখ অভিষেক, ভেঙ্কি মাইসোর, চন্দ্রকান্ত পণ্ডিতকে ধন্য়বাদ জানান। পাশাপাশি গৌতম গম্ভীরকে ধন্য়বাদ জানান কলকাতায় ফেরার জন্য। খেলার ৪৮ ঘণ্টা পার হওয়ার পর এই ভিডিয়ো শেয়ার করেছে কেকেআর। যা সকলের হৃদয় জয় করে নিয়েছে। যদিও বক্সে বসে খেলা দেখার সময়ে, একাধিকবার সিগারেটে সুখটান দেওয়ায় বিস্তর বিতর্কেও জড়িয়েছেন শাহরুখ। অতীতে ওয়াংখেড়েতে অভ্য়বতা করেও যদি নিজের শহরের মাঠে নির্বাসিত হয়েছিলেন। শাহরুখের সঙ্গে আইপিএল ও বিতর্ক জুড়ে গিয়েছে। আগামী শুক্রবার (২৯ মার্চ) কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলবে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।


আরও পড়ুন: PIC | Rinku Singh | KKR vs SRH | IPL 2024: হৃদয়ের ছবি পোস্ট নাইট নায়কের, নেটপাড়া ভাসল শুধু একজনকে দেখেই!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)