WATCH: `ভুলবশত অধিনায়ক হয়েছে`! শ্বশুরের স্বীকারোক্তি ভাইরাল, লজ্জায় মাথা হেঁট জামাইয়ের
Shaheen Afridi is An Accidental Captain Says Shahid Afridi: জামাই ভুলবশত হয়ে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সাফ বলে দিলেন শাহিদ আফ্রিদি। পাক কিংবদন্তির বক্তব্য় আগুনের গতিতে ভাইরাল হয়ে গেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (ICC World Cup 2023) নয় ম্য়াচের মধ্য়ে পাঁচ ম্য়াচই হেরেছিল পাকিস্তান। পয়েন্ট টেবলে পাঁচে শেষ করেই বাবর আজমদের (Babar Azam) বিশ্বকাপের বিদায়ঘণ্টা বাজে। টানা তিনটি বিশ্বকাপের শেষ চারে যাওয়া হয়নি ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশের। বিশ্বকাপ ভরাডুবির পরেই বাবর ছেড়ে দেন অধিনায়কত্ব। পাকিস্তানে বাবর যুগের অবসান হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জোড়া অধিনায়কের আবির্ভাব ঘটে। পাকিস্তান শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi) দেয় টি-২০ ফরম্য়াটের দায়িত্ব। টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য় শান মাসুদকে (Shan Masood) বেছে নেয় পাক ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তান ওয়ানডে অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেয়নি। কারণ পাকিস্তানের সামনে কোনও ওডিআই নেই। এবার শাহিনের শ্বশুর ওরফে শাহিদ আফ্রিদি (Shahid Afridi) বিরাট মন্তব্য় করে বসলেন। যা শুনে লজ্জায় মুখ ঢাকলেন জামাই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিনের সামনেই সাফ জানিয়ে দেন যে, তাঁর জামাই ভুলবশত অধিনায়ক হয়েছেন! সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে রাতারাতি!
আরও পড়ুন: SA vs IND: 'ইন্ট্রা-স্কোয়াড রসিকতা, সিনিয়ররা না পারলেও খেলেই যাবে!' সানির তোপের মুখে কে?
সম্প্রতি, আফ্রিদি নিজের ফাউন্ডেশনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। দর্শকের আসনে ছিলেন মহম্মদ রিজওয়ান, শাহিন, আরেক জোরে বোলার হ্য়ারিস রউফ ও সিনিয়র উইকেটকিপার-ব্য়াটার সরফরাজ আহমেদ। শাহিদ পোডিয়ামে দাঁড়িয়ে বক্তব্য় রাখছিলেন। তিনি বলে বসেন, 'আমি রিজওয়ানের কঠোর পরিশ্রম ও ফোকাসের প্রতি শ্রদ্ধাশীল। চারদিকে কী চলছে, সেদিকে কর্ণপাত না করে, ও খেলায় ফোকাস করে। এটাই ওর সবচেয়ে বড় গুণ। আমি রিজওয়ানকে টি-২০ অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু শাহিন ভুলবশত অধিনায়ক হয়ে গিয়েছে।' শাহিদ বলতে গিয়ে হেসে ফেলেন। শাহিন একথা শুনে লজ্জায় মুখ ঢাকেন। আগামী ১২ জানুয়ারি থেকে পাকিস্তান-নিউজিল্য়ান্ড পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কুড়ি ওভারের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। আর এই সিরিজই শাহিনের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট।
আরও পড়ুন: David Warner: বিদায়ী টেস্ট সিরিজের মাঝেই বড় সিদ্ধান্ত, ওডিআইকে শর্তসাপেক্ষে আলবিদা ওয়ার্নারের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)