নিজস্ব প্রতিবেদন : একজনের নাম সলমন খান। আরেকজন শাহরুখ খান। বলিউড তারকা নন। তবে তাঁদের নামের মিল রয়েছে কিং খান ও সল্লু ভাইয়ের সঙ্গে। শুধু নামেই মিল। আর এই নামের মিলেও একটা অদ্ভুত সমাপতন রয়েছে। শাহরুখ খান বলছিলেন, আমার মাসি কিং খানের প্রচণ্ড ভক্ত। তাই মাকে বলেছিল, ''ছেলে হলে কিন্তু ওর নাম রাখা হবে শাহরুখ। সেই জন্যই আমার এমন নাম।'' সলমন খানের নামের সঙ্গে অবশ্য এরকম কোনও ব্যাপার নেই। তাঁর বাবার সলমন নামটা পছন্দ ছিল বলেই ছেলের এই নাম রেখেছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  গুরুতর অভিযোগ! আজ দেশে ফেরানো হতে পারে ভারতীয় দলের ম্যানেজারকে



তামিলনাড়ুর ২৪ বছর বয়সী শাহরুখ খান ও রাজস্থানের ২০ বছর বয়সী সলমন খান এবার ভারতীয় ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছেন। দুজনই লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং ডান হাতি অফস্পিনার। এবার এই দুজনকে দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। ২০১৪ সালে শাহরুখ ঘরোয়া ক্রিকেটে নাম লেখান। তবে তামিলনাড়ুর হয়ে খেলার সুযোগ পান ২০১৮ সালে। প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। এদিকে, ২০১৬ ও ২০১৭ সালের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন।


আরও পড়ুন-  বোনের কাছে রাখি বেঁধেই টেস্ট সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেন বুমরাহ
 


২০১৬ সালে মাত্র ১৭ বছরের বয়সে রনজিতে অভিষেক হয়েছিল সলমনের। অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন।