নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ ইতিহাস লিখেছে বাংলাদেশ। তার সঙ্গেই অনন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ড করলেন পদ্মাপারের মহাতারকা শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শাকিব ১০০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০০০ রান করলেন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: T20 Cricket: ঘরের মাঠে ইতিহাস টাইগার্সের, বাংলাদেশের বিরুদ্ধে ৬২ রানে অলআউট অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরাও হয়েছেন শাকিব। টি-২০ সিরিজে শাকিবের ব্যাট থেকে এসেছে ১১৪ রান। পাশাপাশি বল হাতে ৭টি উইকেট নিয়েছেন। সোমবার  শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-২০ ম্য়াচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টাইগার্সের ১২২ রানের জবাবে ক্যাঙারুরা ৬২ রানে অলআউট হয়ে যায়। শাকিব ব্যাট হাতে ব্যর্থ হন (১১ রান) ঠিকই, কিন্তু বল হাতে ঝলসে ওঠেন। নির্দিষ্ট কোটার ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)