T20 Cricket: ঘরের মাঠে ইতিহাস টাইগার্সের, বাংলাদেশের বিরুদ্ধে ৬২ রানে অলআউট অস্ট্রেলিয়া

সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল আগেই।

Updated By: Aug 9, 2021, 11:36 PM IST
T20 Cricket: ঘরের মাঠে ইতিহাস টাইগার্সের, বাংলাদেশের বিরুদ্ধে ৬২ রানে  অলআউট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ইতিহাস গড়ল টাইগার্সরা। শেষ ম্যাচে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া! অজিদের বিরুদ্ধে  ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ।  

পাঁচ ম্যাচে টি-২০ সিরিজ, প্রথম তিনটে ম্য়াচে জিতেছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। শেষ ম্যাচে ফের স্বমহিমায় ফিরল মাহমুদুল্লা রিয়াদের দল। পঞ্চম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। ৮ উইকেটে ১২২ রানে শেষ হয় ইনিংস। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৬২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া! সাকিব আল হাসান ৪,  মহম্মদ সইফউদ্দিন ৩ উইকেট নিলেন।

 

মাত্র ৭ দিনে ৫ ম্যাচ। করোনা আবহে টি-২০ সিরিজ খেলল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। পরবর্তী সিরিজ খেলার জন্য সোমবার রাতে বাংলাদেশ ছাড়ছেন অজি ক্রিকেটাররা। বিমানে ওঠার আগে আরও একটা হারের লজ্জা হজম করলেন ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শরা। এই প্রথম সব ধরনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। 

.