নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (The Bangladesh Cricket Board, BCB) বৃহস্পতিবার ফের একবার টেস্ট দলের অধিনায়ক হিসাবে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) নাম ঘোষণা করে দিল। এই নিয়ে তৃতীয়বার পদ্মাপাড়ের দেশের লাল বলের ক্রিকেটে ক্যাপ্টেন হলেন শাকিব। গত মাসে মোমিনুল হক (Mominul Haque) বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ান। তারপরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড শাকিবকে বেছে নিল পরবর্তী অধিপতি হিসাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান ( Nazmul Hassan) শাকিবের ডেপুটি হিসাবে লিটন দাসকে (Litton Das) বেছে নিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৫ বছরের শাকিব ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হয়েছিলেন। ২০১১ পর্যন্ত সেই দায়িত্ব সামলান তিনি। এরপর জিম্বাবোয়ের কাছে সিরিজ হারের পরেই শাকিবকে সরিয়ে দেয় বিসিবি। ২০১৭ সালে ফের শাকিবকে টেস্ট দলের ব্যাটন তুলে দেওয়া হয়। মুশফিকুর রহিমের জায়গায় তিনি আসেন। তারপর শাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ায় ফের দায়িত্ব হারান। গত মাসে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হোম টেস্ট সিরিজে ০-১ হারে। যার ফলে মোমিনুল দায়িত্ব ছেড়ে দেন। শাকিব অধিনায়ক হিসাবে দায়িত্ব নেবেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে। নাজমুল হাসান বলেছেন যে, শাকিব তিন ফরম্যাটে খেলার জন্য়ই দায়বদ্ধতার কথা জানিয়েছেন তাঁকে।


আরও পড়ুন: Rohan Bopanna-Matw Middelkoop: ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন বোপান্না


আরও পড়ুনShane Warne: ২৩ নম্বর ওভারে, ২৩ সেকেন্ডের জন্য ওয়ার্নকে স্মরণ করল লর্ডস!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)