নিজস্ব প্রতিবেদন: গত ৪ মার্চ সবাইকে চমকে দিয়ে চিরঘুমে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। একই দিনে আবার কয়েক ঘণ্টা আগে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার আর এক প্রবাদপ্রতিম উইকেটকিপার রডনি মার্শ। দুই তারকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গোটা বিশ্বের মতো এই দুই তারকার মৃত্যুতে প্রচন্ড আঘাত পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। কারণ গিলির কাছে রড মার্শ ছিলেন 'আইডল'। অন্যদিকে শেন ছিলেন 'পরম বন্ধু'। 
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট জানান মৃত্যুর মাত্র আট ঘণ্টা আগেই প্রিয় বন্ধু ওয়ার্ন তাঁকে মেসেজ করেছিলেন। সেই মেসেজের বিষয়ে গিলি বলেন, "ওয়ার্নের সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলাম এবং ও আমায় সম্প্রতি একটা মেসেজও পাঠিয়েছিল। আমার যতদূর মনে হচ্ছে, সেটা ওর মৃত্যুর আট ঘণ্টা মতো আগে। ও আমায় লিখেছিল, চার্চ (গিলক্রিস্টের ডাকনাম), রডকে দারুণ শ্রদ্ধাজ্ঞলি দিয়েছ। আমি রডের মৃত্যুর পর একটা ভয়েস ওভার করি এবং সেটা আমার সৌভাগ্য। আমরা তখনও আমার ছোটবেলার হিরো রড মার্শের মৃত্যুই মেনে নিতে পারছিলাম না। ওয়ার্নি আমায় ও ভয়েস ওভারের জন্যই বাহবা দিয়েছিল। এটাই আমরা আর শেষ কথা। এই মেসেজ আমি জীবনে ডিলিট করব না।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গিলক্রিস্ট অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কিপারদের মধ্যে অন্যতম। ওয়ার্নের বলে উইকেটের পিছনে কিপিং করাটাকেই তাঁর নিজের কেরিয়ারের সেরা সময় হিসাবে বেছে নিয়েছেন গিলি। 


আরও পড়ুন: Exclusive, Pravin Tambe: Virat Kohli-র উইকেট থেকে বায়োপিক; অবজ্ঞার গলি থেকে উত্থানের ক্রিজে প্রবীণ


আরও পড়ুন: Mankading: মানকাডিং আইনসিদ্ধ! ভিনু মাঁকড়কে অপমান বন্ধ করা হোক, জানালেন পুত্র রাহুল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)