নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে চলে গিয়েছেন শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর মৃত্যু এখনও মেনে নিতে পারেনি গোটা বিশ্ব। স্পিন লেজেন্ডের মৃত্যুর পর শকবার্তা জানিয়েছেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। এমনকি বিপক্ষে খেলা একাধিক তারকারাও প্রিয় ওয়ার্নির চলে যাওয়া মেনে নিতে পারছেন না। এ বার তাঁকে শ্রদ্ধা জানালেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। 'সুলতান অফ সুইং' স্পষ্ট জানিয়ে দিলেন যে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়াসিম আক্রম বলেন, "বাকি দুনিয়ার মতো আমিও অবাক হয়েছি!বাইশ গজের যুদ্ধের বাইরেও ওয়ার্নির সঙ্গে আমার নিবিড় যোগাযোগ ছিল। গত পাঁচ-ছয় বছরে আমাদের বন্দুত্ব অন্য পর্যায়ে চলে গিয়েছিল। আমরা খুব কাছের বন্ধু হয়ে গিয়েছিলাম। সেটা অবশ্য আমার স্ত্রীর জন্য। তাই আরও খারাপ লাগছে। তাছাড়া ওয়ার্নির বাবা-মার অনেক বয়স হয়েছে। ছেলে-মেয়েদের বয়স কম। তাই ওদের কথা ভাবলে মনটা আরও খারাপ হয়ে যায়।"  


আমেরিকার ক্রিকেট উন্নয়নের জন্য কয়েক বছর আগে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন শেন ওয়ার্ন। তাঁর ডাকে ছুটে এসেছিলেন সচিন, সৌরভ থেকে শুরু করে মাহেলা জয়বর্ধনে, শোয়েব। সেই প্রসঙ্গও তুলে ধরলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। 




আক্রম ফের যোগ করেন, "চার-পাঁচ বছর আগে আমাদের মতন ৫০ জন ক্রিকেটার আমেরিকাতে নিয়ে গিয়েছিলাম। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে আমরা তিনটে প্রদর্শনী ম্যাচ খেলেছিলাম। সেখানে ওয়ার্নির ব্যাপক পরিচিতি ছিল। আমাদের খেলা থেকে শুরু করে থাকা, খাওয়া সব ব্যবস্থা নিজের হাতে করেছিল আমার বন্ধু। এখন প্রতি মুহূর্তে সেই সব দিন খুব মনে পড়ছে। কিছুতেই ঘুমোতে পারছি না।" 


এ দিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংকক থেকে অস্ট্রেলিয়ায় এসে গিয়েছে শেন ওয়ার্নের মৃতদেহ। মৃত্যুর ছয় দিন পর ফিরল তাঁর দেহ। ডং মুয়াং বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার ৮ ঘন্টা পর মেলবোর্নের এসেনডন ফিল্ডস বিমান বন্দরে অবতরণ করেছিল চার্টার্ড বিমান।



৫২ বছর বয়সী এই ক্রিকেট তারকাকে শ্রদ্ধা জানাতে মেলবোর্নের বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ভক্তরা। সাদা গোলাপ হাতে বিমানবন্দরে অপেক্ষামান ছিলেন ওয়ার্নের মা ব্রিজিট ওয়ার্ন। এছাড়াও মরদেহ গ্রহণ করতে সেখানে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারি হেলেন নোলান।


আগামী ৩০ মার্চ ঐতিহ্যবাহী মেলবোর্ন স্টেডিয়ামে সন্ধে ৭টা নাগাদ শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সেটা সরকারি ভাবে জানিয়ে দিয়েছিল ভিক্টোরিয়ান সরকার। মেলবোর্নের এমসিজি স্টেডিয়ামে তাঁর অনেক কীর্তি। এই মাঠের বাইশ গজে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হয়েছিলেন। এই মাঠের বাইরে রয়েছে তাঁর পূর্ণ মূর্তি। তাই এমন ঐতিহ্যবাহী স্টেডিয়ামকেই ওয়ার্নের শেষকৃত্যের জন্য বেছে নিল অস্ট্রেলিয়া সরকার। সাধারণ মানুষ যাতে তাঁদের প্রিয় ওয়ার্নিকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেইজন্য সে দিন স্টেডিয়ামের সব গ্যালারি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রায় এক লাখ সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই প্রাক্তন লেগ স্পিনারের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন। 


আরও পড়ুন: INDvsSL, Pink Ball test : Axar Patel না Mohammed Siraj? কাকে রেখে প্রথম একাদশ সাজাবেন Rohit Sharma?


আরও পড়ুন: Shane Warne Passes Away: অবশেষে কফিনবন্দী হয়ে দেশে ফিরলেন ওয়ার্নি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)