নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) পরিবর্তে আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে (T20 World Cup squad) এলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। বুধবার বিকালে ট্যুইট করে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। অক্ষর প্রথমে ১৫ সদস্যের দলে ছিলেন। এখন চলে গেলেন স্ট্যান্ড-বাই প্লেয়ারদের তালিকায়। ঠিক উল্টোটা ঘটল শার্দূলের জন্য়। তিনি ছিলেন স্ট্যান্ড-বাইতে। চলে এলেন মূল দলে।  শার্দূল চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন। যে দল নবমবার আইপিএল ফাইনালে উঠেছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনChris Gayle: 'অ্যামব্রোসের জন্য আমার কোনও সম্মান নেই!' বিস্ফোরক গেইল

বিসিসিআই আরও আট জন ক্রিকেটারকে দলে রাখছে যাঁরা ভারতীয় টিমের প্রস্তুতিতে সাহায্য করবেন। আবেশ খান (Avesh Khan), উমরান মালিক (Umran Malik), হর্ষল প্যাটেল (Harshal Patel), লুকমান মেরিওয়ালা (Lukman Meriwala), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), কর্ণ শর্মা (Karn Sharma), শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ও কৃষ্ণাপ্পা গোথাম (K Gowtham)।


আরও পড়ুন: Team India's new jersey: প্রকাশ্যে বিরাট-রোহিতদের টি-২০ বিশ্বকাপের জার্সি


আর কয়েকদিন পরেই শুরু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2021) । ক্রিকেটের শো-পিস ইভেন্টের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ২৪ অক্টোবর বিরাট কোহলির ভারত বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করছে। ২০১৯ বিশ্বকাপের পর ফের একবার ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আন্তর্জাতিক আঙিনায়। এবার মোট চারটি ভেন্যুতে খেলা হবে টি-২০ বিশ্বকাপ। বেছে নেওয়া হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজা স্টেডিয়াম ও ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)