সংবাদ সংস্থা: সম্প্রতি ইএসপিএন প্রকাশিত প্রতিবেদনে ফাঁস হয়েছে ভারতের ক্রিকেট কোচের এক বছরের পারিশ্রমিকের পরিমাণ। আর সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিরাটদের হেড স্যারই নাকি বর্তমান ক্রিকেট বিশ্বের সবথেকে দামি কোচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে রবি শাস্ত্রীর বাৎসরিক ৭ কোটি ৬১ লক্ষ ৩১ হাজার ৯০০ কোটি টাকার চুক্তি হয়েছে বলে দাবি ইএসপিএন-এর। ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার কোচ ডেরেন লেমনের পারিশ্রমিকও। এই স্পোর্টস ওয়েবসাইটের খবর অনুযায়ী অজি বোর্ডের সঙ্গে  ৩ কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার চুক্তি হয়েছে লেমনের। ক্রিকেট কোচদের পারিশ্রমিকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ কোচ ট্রেভর বেইলিস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে বাৎসরিক ৩ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন বেইলিস, বলে দাবি ইএসপিএন-র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রঞ্জি ম্যাচে স্লিপে ৯ জন ফিল্ডার দাঁড় করিয়ে মনোজ ভাইরাল


  
তবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ পারিশ্রমিকের নিরিখে অজি অধিনায়কের থেকে পিছিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি যে পরিমাণ পারিশ্রমিক বিসিসিআইয়ের থেকে পান, তার থেকে বেশি পারিশ্রমিক অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে পান স্টিভ স্মিথ। যদিও বিরাট যে পরিমাণ ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন, সে অনুযায়ী স্মিথের থেকে অনেকটাই এগিয়ে বিরাট। ইসপিএন তাঁদের প্রতিবেদনে দাবি করেছে 'অধিনায়ক হিসেবে' বিরাটের তুলনায় স্মিথের আয় বেশি।